আমাদের কথা খুঁজে নিন

   

সকলেই আমি । দোহারের সবচে' প্রিয় গান

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

বিচার করি চাইয়া দেখি সকলেই আমি বিচার করি চাইয়া দেখি সকলেই আমি সোনা মামী আমারে করিলা বদনামী আমি হইতে আল্লাহ রসুল আমি হইতে কূল পাগল হাসন রাজা বলে তাতে নাই ভুল আমা হইতে আসমান জমীন আমা হইতে রব আমি হইতে ত্রিজগৎ আর আমি হইতে সব মম আখি হইতে পয়দা আসমান ও জমীন কর্ণ হইতে পয়দা হইছে মুসলমানী দ্বীন আর পয়দা করিলা যে শুনিবার যত শব্দ শব্দ আওয়াজ ইত্যাদি যে কত শরীলে করিল পয়দা শক্ত আর নরম আর পয়দা করিয়াছে ঠান্ডা আর গরম আমি হইতে সব উৎপত্তি হাসন রাজায় কয় মরন জীয়ন নাইরে আমার ভাবিয়া দেখ ভাই ঘর ভাঙ্গিয়া ঘর বানানী এই দেখিতে পাই জিহ্বায় বানাইয়াছে মিঠা আর তিতা জীবের মরন নাইরে দেখ সর্বদাই জিতা আপন চিনিলে দেখ খোদা চিনা যায় আপন চিনিলে দেখ খোদা চিনা যায় হাসন রাজা আপন চিনে এই গান গায় বিচার করি চাইয়া দেখি সকলেই আমি গো বিচার করি চাইয়া দেখি সকলেই আমি গো। - দোহার। হাসন রাজার গান। দোহারের গাওয়া সবগুলো গানের ভিতরে সবচেয়ে গভীর দেহতত্ত্বের গান খুব সম্ভবত এইটাই। সকলেই আমি। গানটা ওদের 'বাংলা' নামের এ্যালবামে পাওয়া যাবে। আমি স্ট্রিমিং হিসেবে আপলোড করলাম আইমিমে। [link|http://mysticsaint.imeem.com/music/tVw_ALhc/shokolei_ami/|

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.