আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদীরা কেনো চরিত্রহীন হয় ???

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

সমাজের প্রত্যেক শ্রেনী গোষ্ঠীর মধ্যেই ভালো-খারাপ আছে। কিছু চারিত্রিক বৈশিষ্ট্যের কারনে চিহ্নিত গোষ্ঠী গুলো হয় ভালো বা খারাপ হয়ে থাকে। ধর্মান্ধ বা মৌলবাদী (যে ধর্মেরই হোক না কেন) দের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এদের দুষিত চরিত্র। নাৎসীদের ইহুদী নিধন কিংবা ফিলিস্তীনে ইসরাইলীদের পরিকল্পিত ধারাবাহিক হত্যাকান্ড কিংবা একাত্তরের বাংলাদেশে জামাত নেতাদের নেতৃত্বে পরিচালিত গণহত্যা ও ধর্ষনের মতো ক্ষমার অযোগ্য অপরাধের মূল উৎসই হলো মৌলবাদ। মজার বিষয় হলো বিশ্বব্যাপী মৌলবাদীদের একটি কমন অপরাধ করে আসছে সেটা হলো নারীর প্রতি সহিংসতা। সমাজবিজ্ঞানের দিক থেকে দেখা হলে দেখা যাবে এটি হয়তো একটি প্রবণতা কারন একটি সুস্থ মানুষ যখন মৌলবাদী হয়ে উঠে তখন তার হিতাহিত জ্ঞান বা ভালো মন্দ বিবেচনা করার মতো সুস্থতা থাকেনা। আবার মনোবিজ্ঞানের দিক থেকে বিবেচনা করলে দেখা যাবে মৌলবাদীরা প্রবল আক্রোশ লালন করে (সাঈদী কিংবা জামাত নেতাদের বক্তৃতার সময় মুখের এক্সপ্রেশন লক্ষ্য করলে এটি পরিষ্কার হয়ে যাবে) বলে নির্যাতন তার স্বভাবসুলভ বৈশিষ্ট্য হয়ে দাড়ায়। এসব মৌলবাদী গোষ্ঠী অন্যকে যা-তা বলে গালিগালাজ করলেও কেউ সরাসরি তাদের সমালোচনা করলে আর মেনে নিতে পারেনা। তখনি তাদের মধ্যে মাথাচাড়া দিয়ে উঠে হিংসাত্মক মনোভাব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।