আমাদের কথা খুঁজে নিন

   

[is=green] Wv



গতবার দেশে গিয়ে সবার হাসির পাত্র হলাম। বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় খাবাবের খালি প্যাকেট ফেলার জায়গা না পেয়ে পকেটে পুরেছিলাম। সবার হাসি দেখে কে?প্রিয়ার সাথে ডেটিং এ গিয়েও একই অবস্থা। আমি বাদামের খোসা পকেটে পুরি আর ও খিলখিলিয়ে হাসে। ইংল্যান্ডে এসে ময়লা আবজনা বিনে ফেলার যে অভ্যাস বাধ্য হয়ে তৈরি করেছি তা ছাড়তে পারিনি।

এখানে ঘরে বাইরৈ রাস্তা ঘাটে ডাষ্টবিনে ভতি। কোনভাবেই ময়লা বিন ব্যতিত অন্য কোথাও ফেলা যাবেনা। এমন কি রাস্তা ঘাটে থুথু ফেলাও নিষেধ। পরিবেশ নোংরা করে এমন কিছু করলে জরিমানা করা হয়। এবার আসি আসল কথায়।

আমরা যারা ব্লগ পড়ি কিংবা ব্লগাই তারা বেশির ভাগই শিক্ষিত এবং উচু মানসিকতার অধিকারী। আমরা কি ময়লা আবজনা বিনে ফেলি? অনেকেই এই কাজটা করেননা। প্রায়জনের বাসায় কিচেন এ একটা বিন থাকে বটে কিন্তু বাইরে বের হলেই এর ব্যবহার ভূলে যাই। যাই খাই তার উচ্ছিষ্ট ঐ জায়গায় ফেলি এবং জায়গাটা যে নোংরা করলাম সেটাও একবার ভাবিনা। কি বা ক্ষতি হয় যদি একটু কষ্ট করে বিনে ফেলার চেষ্টা করি।

যত্রতত্র থুথু ফেলা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। থুথু থেকে অনেক রোগের সংক্রমন হয়। সুতরাং থুথু যদি ফেলতেই হয় এমন জায়গায় ফেলুন যেখানে লোকজনের সংক্রামনের ভয় নেই। মনে রাখবেন এই দেশ আপনার আমার। দেশের পরিবেশ সুন্দর রাখার দ্ায়িত্ব আমাদেরই।

আমরা যা শেখাবো আগামী প্রজন্ম তাই অনুকরণ করবে। সুতরাং ময়লা আবজনা বিনে ফেলুন। নিজে সচেতন হোন সবার আগে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।