আমাদের কথা খুঁজে নিন

   

ভাষার মাসে ভাষা প্রীতি



ভাষার জন্য এ বাঙ্গালী কত রক্ত ঝরাইল। কিন্তু আজো আমাদের মাতৃভাষা অবহেলিত, উপেক্ষিত। আর আমরা আজকাল বাংলাকে ব্যঙ্গ করে উচ্চারণ করি। আমার কাছে নানারকম অসঙ্গতির কয়েকটি কথা নীচে দিলাম: 1. বিভিন্ন টিভি বিজ্ঞাপনে দেখা যায়, কেউ বলছে: "ব্যাটার ছিল আজকে লাঞ্চটা বাসায় করি" । যা আমরা বাংলালিংকের বিজ্ঞাপনে কুসুম শিকদারের বাংলা উচ্চারণে দেখি।

2. রেডিও ফূর্তি বা 89.6-এর উপস্থাপনায় যে উচ্চারিত হয় তাও দেখার বিষয়। 3. টিএনজরা কিভাবে বাংলা উচ্চারিত হয় তাও দেখার বিষয়। 4. ভাষার জন্য দিলো বাঙ্গালী প্রাণ আর পালন করি ইংরেজি 21 ফেব্রুয়ারী। অথচ বাংলা 8ই ফাল্গুন পালনে সচেষ্ট নই। 5. বিশেষ করে ব্লগে অনেক ব্লগারই (আমিও) বাংলা লিখি ব্যঙ্গ করে।

আমার মনে হয় এ ধরণের অসঙ্গতি আপনারা দেখে থাকবেন, যদি কষ্ট করে এ ধরণের আরো কিছু অসঙ্গতি তুলে ধরেন তবে উপকৃত হবো। আমীন, সুম্মামীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.