আমাদের কথা খুঁজে নিন

   

ইগনোবেল থিওরী 1: আড্ডায় পিনপতন নীরবতা

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

(ইদানিং ইউনুস সাহেবকে নিয়ে বেশী চিল্লাচিল্লি করায় নোবেল প্রাইজের প্রতি ইকটু উৎসাহ দেখা দিছিল ... তো ঘন্টাখানিকের মাথায় বুঝিলাম, 'উহা তো সম্ভব নহে!!' ... অতএব ইগনোবেল কিছু চিন্তা ধান্তা নিয়া পোস্ট করিলাম ... এই সিরিজে কিছু থিওরী (ইগনোবেল) দিব; তবে যা লিখব, তা সবাই কমবেশী অনুভব করেছেন আগেই ... কিন্তু কোথাও থ প্রকাশ হইতে দেখিনাই ... আগেভাগেই ছাইড়া দিলাম তাই ... দাবী করলে রিফারেন্স সমেত করতে হইবে) ********************************* [গাঢ়] আড্ডায় পিনপতন নীরবতা [/গাঢ়] ব্লগের স্বনামধন্য লেখক আড্ডাবাজ হয়ত ভাল বলতে পারবেন, তবে সবারই এই জিনিসটা খেয়াল করার কথা। ধরুন, কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছেন, কথাবার্তা জমে উঠেছে ... কেউ কথা বলছে, কেউ হাসছে ... কিন্তু হঠাৎ কিছুক্ষণের জন্য একটা নীরবতা নেমে আসে না আড্ডায়? তারপর আবার আড্ডামেশিন চলে । এই নীরবতা কেন নামে? জি্বনীয় ইগনোবেল থিওরী বলে, [ইটালিক] প্রত্যেক মানুষেরই কথা, হাসি, রেসপন্স, মানে যেসব কাজ আমরা আড্ডায় করি, সেগুলো একটানা চালিয়ে যাবার একটা নিজস্ব টাইমস্প্যান আছে [/ইটালিক] অর্থাৎ, আড্ডায় কারও জন্য হয়ত এই সময়টা 5 মিনিট হলে, আবার দেখা যাবে কারও জন্য 7মিনিট। তো, ধরুন, 10 জন আড্ডা দিচ্ছে আর তাদের রেপেক্টিভ টাইমস্প্যান হলো, (t1,t2,t3,...,t10); আর t_l হলো এই (t1,t2,t3,...,t10) এর ল.সা.গু তাহলে সেই আড্ডায় t_l সময় পর পিনপতন নীরবতা নেমে আসবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।