আমাদের কথা খুঁজে নিন

   

এবার বগুড়ায় বিএনপির বিলবোর্ড দখল

রাজধানী ঢাকার পর বগুড়া শহরেও বাণিজ্যিক বিলবোর্ডগুলো রাতারাতি বেদখল হয়েছে। তবে সরকারি দল নয়, এবার এগুলো দখলে নিয়েছে বিরোধী দল বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলো। বিভিন্ন পণ্যের প্রচারের জন্য লাগানো এসব বিলবোর্ড ঢেকে দিয়ে তাতে লাগানো হয়েছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি। বিলবোর্ড ছাড়াও দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানিয়ে শহরজুড়ে টানানো হয়েছে ফেস্টুন। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই শহরের বিভিন্ন সড়ক ও সড়কদ্বীপে নির্মাণ করা হয়েছে অবৈধ তোরণ।

কিছুদিন আগে ঢাকায় বিভিন্ন কোম্পানির বিলবোর্ড দখল করে সরকারের উন্নয়ন প্রচারণা চালাতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে সরকার ও সরকারি দল। বগুড়া বিএনপির দাবি, তারা কোম্পানিগুলোর অনুমতি নিয়েই এসব বিলবোর্ড ব্যবহার করছে। এগুলো ৮-১০ দিন থাকবে। এ জন্য ভাড়া পরিশোধ করা হবে। তোরণ ও ফেস্টুন নির্মাণের জন্যও পৌরসভার অনুমতি আছে বলে দাবি করা হয়েছে।

তবে কোম্পানিগুলো বলছে, রাজনৈতিক দলকে তারা কোনো বিলবোর্ড ভাড়া দেয়নি। বগুড়া শহরের বনানী মোড় থেকে মাটিডালি পর্যন্ত এবং তিনমাথা থেকে চারমাথা পর্যন্ত ব্র্যাক ব্যাংক, অটবিসহ বিভিন্ন কোম্পানির অর্ধশতাধিক অনুমোদিত বাণিজ্যিক বিলবোর্ড রয়েছে। দলীয় চেয়ারপারসনের সফর উপলক্ষে এসব বিলবোর্ড রাতারাতি দখল করে নিয়েছে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সরেজমিনে দেখা গেছে, শহরের সাতমাথা এলাকায় ২০টি বিলবোর্ডের মধ্যে ১৬টি দখল হয়ে গেছে। যুবদল পাঁচটি ও স্বেচ্ছাসেবক দল তিনটি দখল করেছে।

বাকিগুলো দখল করেছে জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দলসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠন। ।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.