আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা সেরা ওয়েস্টার্ন মুভি "The Good, the Bad and the Ugly "

যখন মুভি দেখা শুরু স্কুল জীবনে , তখন দেখা একটা মুভি"The Good, the Bad and the Ugly ""। ছবিটা দেখার পর বিদেশী ছবি দেখার প্রতি আগ্রহ কিংবা স্বাদ যেটাই বলিনা কেন আমাকে দারুণভাবে পেয়ে বসে । মন্ত্রমুগ্ধের মত বসে ছিলাম কম্পিউটারের সামনে যতক্ষণ মুভিটা চলছিল , এখনকার মত তখন মুভি ডাউনলোড এর ব্যাপারটাও জানতাম না । তখন সিডি ভাড়া করে এনে দেখতাম , ডিভিডি ছিলনা । প্রিন্টটা তেমন ভালো ছিলনা তবুও সেই প্রিন্টেই চমৎকার একটা গল্পের একটা মুভি দেখে নিজে ভেতরে ভেতরে যে আপ্লুত হয়েছিলাম তা বলার অপেক্ষা রাখেনা ।

বড়দের কাছে শুনছিলাম মুভিটা অনেক ভালো এবং অনেক জায়গায় মুভিটা পাওয়া যেতোনা । তবুও একসময় ভাড়া আনলাম । একটানে দেখে গেলাম মুভিটা , অসাধারণ ডায়ালগ,ডিজাইন, একশন,সেট অনায়াসে মনের ভেতর এক দাগ কেটে গেছে । মুভিটা বেশি দেখিনাই যদি আবেগটা পানসে হয়ে যায় । ওয়েস্টান ধাচের মুভি যারা দেখেন না , বিশেষ করে তারা দেখতে পারেন এই মুভি ।

অনেকেই হয়ত দেখেছেন আবার অনেকেই হয়ত দেখেননি মুভিটি,মুভির নাম-" The Good, the Bad and the Ugly "। যুদ্ধ , মারামারি সবকিছুরই দেখা মিলবে এই মুভিতে । ছবির কাহিনী , নির্মাণশৈলী সবকিছুই আপনাকে এমনভাবে টানবে যে আপনি ওয়েস্টান মুভির ভক্ত না হয়ে পারবেন না । না বেশি বলছি না , যারা ইতিমধ্যে দেখেছেন তারা এক বাক্যে স্বীকার করবে যে এই মুভি আসলেই অনেকবার দেখার মত একটা মুভি । এক কথায় বলা যায় পরিচালক সারজিও লিওন ছবিটির মাধ্যমে ছবির কাহিনীটিকে সার্থক রুপ দিয়েছেন ।

অসাধারণ সুন্দর একটি গল্পের এ মুভি একবার দেখলে আরেকবার দেখতে আপনার মন চাইবে নিশ্চিত । ব্লন্ডি , এঞ্জেল আইস ও টুসো এই ছবির কেন্দ্রীয় তিন চরিত্র । যারা তিনজন তিন ঘরানার মানুষ । তাদের মধ্যে ব্লন্ডি(গুড) যে কিনা গান স্লিগার কিছু অর্থ উপার্জনের জন্যে দৌড়ায় ,এঞ্জেল আইস (ব্যাড) হচ্ছে একজন হিটম্যান যে কিনা অর্থের বিনিময়ে সব ধরণের মন্দ কাজ করে থাকে এবং টুসো (কুৎসিত) হচ্ছে আইন অমান্যকারী একজন ওয়ান্টেড আসামী । ওয়ান্টেড আসামী টুসোকে ধরিয়ে দিতে পারলেই পয়সা পাওয়া যাবে ।

আর তাই ব্লন্ডি টুসোর সাথে এক চুক্তি করে এবং চুক্তি অনুযায়ী তাকে ধরিয়ে দেয় । তারপর ফাঁসির কাষ্ট থেকে তাকে বাঁচিয়ে আনে এবং অর্থ তারা দুইজন ভাগাভাগি করে নেয় । পরবর্তীতে টুসোর সাথে ব্লন্ডি চুক্তি বাতিল করলে টুসো মরভূমিতে এক নিদারুণ কষ্টকর মুহূর্তের মধ্যে ফেলে দেয় । আর ঠিক সেই সময়ে আবির্ভাব ঘটে কাকতালীয়ভাবে এক ঘোড়ার গাড়ি , যাতে একজন বাদে সবাই মৃত । আর সেই মৃতপ্রায় ব্যক্তি মরার আগে এক গুপ্তধনের কথা বলে যায় আর তা নিয়েই শুরু হয় নতুন রহস্য ।

ব্লন্ডি জানে কবরের ঠিকানা আর টুসো জানে কবরস্থানের ঠিকানা । আর এখানেই কাহিনীর মোড় নেয় , টুসো ব্লন্ডিকে বাঁচানোর চেষ্টা করে । এবার শুরু হয় নিজেদের মধ্যে ভাগ্য ফেরাবার লড়াই । তারা প্রত্যেকেই জানতে পারে অনেকগুলো স্বর্ণমুদ্রা এক পুরনো কবরস্থানের এক কবরে লুকনো আছে । আর তার সন্ধানেই নামে ।

এসব কিছুর ভেতরে আবার থাকে যুদ্ধ , সেখানে এক দল ব্যস্ত আরেকদলকে পরাজিত করায় । যেখানে মানুষ মরছে যুদ্ধের ডামাঢোলে আর সেই যুদ্ধের মাঝে নিজেরা জড়িয়ে পড়ে , এক পক্ষের কাছে ধরা পড়ে । আবার নিজেদের ভাগ্য ফেরাবার ইচ্ছেয় আবার হন্যে হয়ে ছোটে ব্লন্ডি ও টুসোর কবরস্থানের দিকে । আসলে ভাগ্য ফেরানো যাবে কিনা তার চেষ্টা এবং একসময় তারা পৌঁছায় তাদের কাঙ্ক্ষিত জায়াগায় । এইরকম কাহিনীর আবর্তন নিয়েই এই ছবির গল্প ।

হন্যে হয়ে খুঁজতে থাকে তারাএকের পর এক কবর । তারপর ...............??? কেউ কাউকে তথ্য দিতে চায়না । ব্লন্ডি , এঞ্জেল আইস ও টুসো প্রত্যেকেই স্বর্ণমুদ্রা পেতে চায় আর এই গুপ্তধন নিয়েই তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায় । একজন আরেকজনকে বন্দুকের ট্রিগার চেপে মেরে ফেলার চেষ্টায় রত হয় । অসাধারণ মিউজিকের তালে তালে গুপ্তধন নেয়ার দৃশ্য নিঃসন্দেহে অসম্ভব ভালোলাগার এবং রহস্যের সৃষ্টি করে ।

কিছু ডায়ালগ নিঃসন্দেহে মনে গেঁথে যাওয়ার মত । টুসোঃ There are two kinds of people in the world, my friend. Those with a rope around their neck and the people who have the job of doing the cutting. Listen, the neck at the end of the rope is mine! I run the risks. So the next time, I want more than half. ব্লন্ডিঃ You may run the risks, my friend, but I do the cutting. If we cut down my percentage... cigar? Liable to interfere with my aim. ◘ After a meal there's nothing like a good cigar ◘ When you have to shoot, shoot , don't talk অসাধারণ গল্প আর অসাধারণ অভিনয় যেন চোখ ধাঁধিয়ে যায় । একজন আরেকজনের থেকে যেন অভিনয়ে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা । Luciano Vincenzoni এর লেখা গল্প অবলম্বনে অসাধারণ কাজ দেখিয়েছেন ছবির পরিচালক সারজিও লিওন । ১৯৬৬ সালে মুক্তিপ্রাপ্ত , আইএমডিবি রেটিংয়ে ৯ পাওয়া মুভিটির দৃশ্যায়ন থেকে শুরু করে আর্টিস্টের মেকআপ কিংবা অভিনয় , আর্টিস্টদের পোশাক সবকিছুই দারুণভাবে মিশে গেছে ছবির দৃশ্যায়নের সাথে , ছবির সেটটা চমৎকার লেগেছে ।

আর ছবির শেষভাগে এসে যখন তিনজন কবরস্থানের মাঝে হন্যে হয়ে ছুটছে এবং একজন আরেকজনকে হত্যা করার ইচ্ছেয় লিপ্ত , সেই সময়টা আরও বেশি চমৎকার লেগেছে । ছবির প্রতিটি মুহূর্তজুড়ে এক টান টান উত্তেজনা ছবিটিকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে । সবশেষে যে কথাটা না বললেই হয়না তা হচ্ছে ছবির মিউজিক, যা ছবিটিতে অন্যরকম এক মাত্রা যোগ করেছে । অসাধারণ সুন্দর মিউজিক , যারা একবার শুনেছে তারা অবশ্যই মনে রাখবে এই মিউজিক এর কথা । আর যারা একবার এই ছবি দেখেছেন , তারা "The Good, the Bad and the Ugly " ছবির মিউজিক কখনও ভুলবেনা ।

আর ওয়েস্টান ঘরনার ছবি যদি কেউ দেখতে চান ,তবে অনায়াসে ছবিটা দেখতে পারেন ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.