আমাদের কথা খুঁজে নিন

   

ময়ূর পর্ব- দুই

সাহিত্যের সাইটhttp://www.samowiki.net। বইয়ের সাইট http://www.boierdokan.com

আমার একটি বহুপাঠ্য পুস্তক রয়েছে। প্রতিদিন ঘরে ফেরার পর সাময়িক অবসন্নতা নেমে আসে। ঘুম ও জাগরণের মাঝামাঝি ঝুলে থাকি গরম বালুতে মুখ গুঁজে। শরীরের ভেতর একটি অবাধ্য শিশু জেগে ওঠে।

শুধু ঘুম নয়_ সকল নৈঃশব্দের বিরুদ্ধে সে তার সরব কান্না কাঁদতে থাকে মধ্যরাত্রির অবসরে। আমি তখন প্রিয় পুস্তকখানা চোখের সামনে মেলে ধরি। নিত্যকার অভ্যাসমতো ময়ূয়ের পালকচিহ্নিত অধ্যায়টি বের করি। থমকে গিয়ে একবার ভাবি এ পালক যার সেই ময়ূরের কথা। ময়ূর বিষয়ে নিরব ও নির্বাক পুস্তকটি আমার দিকে তাকিয়ে হাসতে থাকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।