আমাদের কথা খুঁজে নিন

   

মাতি সৃষ্টি সুখের উল্লাসে

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কিছু আডগ্রেডশন চলছে ইকুইপমেন্টে। পরশু রাতে তাই উজাগর থাকতে হয়েছে ভোর 5টা পর্যন্ত আর কাল রাত 1টা । ষ্টেশনের চারদেয়াল হতে বাইরে বের ই হওয়া হয়নি একমাত্র সিগারেট কিনতে যাওয়া ছাড়া। এরই মধ্যে হাতে এল কাল দুপুরে তিন কপি করে প্রকাশিত বইদুখানা আমার। নিজের সৃষ্টি হাতে নিতে যে কি উচ্ছ্ল আনন্দ জেগে ওঠে প্রাণে বুঝানো যাবেনা।

আহা! সে এক অন্য রকম অনুভূতি। মনে ভীষণ চঞ্চলতা। বারবার হাতে নিয়ে উল্টেপাল্টে দেখার পরও আরও দেখতে চায় প্রাণবন্ত মন। চেনা লেখা গুলোতে বারবার চোখ ঘুরে ফিরে চলতেই থাকে। একটু কষ্ট লাগে কবিতার বইটিতে কিছু মেজর বানান ভুল দেখে।

জানিনা পাঠক কিভাবে ভুল গুলো মেনে নেবে। হতে পারে ভুল গুলো আমার তুচ্ছতার ই ছোট প্রমান। তুচ্ছ মানবের তুচ্ছ সৃষ্টি। তারপরও সৃষ্টিতো। সৃষ্টি সুখের উল্লাসে আমি মেতে আছি ।

মেতে আছি পাঠকের মনে একটু বৈঠা বাইবার জন্যে , হোক না তা কোন ছোট মন সরবোরেই । হোক না সংখ্যায় অল্প। সকালে আবার হাতে পেপার পেয়ে হাসব না কাঁদব বুঝতে পারছিলাম না । এই তো মাত্র একতিন আগেও বাংলাদেশ ক্রিকেট দলকে অলিম্পাসের দেবতুল্য জয়গানে মাতানো হচ্ছিল আর আজই পট বদলে গেল। 48 ঘন্টায় হিরোরা হলো জিরো।

আমাদের প্রিয় ক্রিকেট দলের এই চরম পতন এর ধাক্কা আমিও খেয়েছি। আমি সর্বদা বলে এসছি জয় পরাজয় নয়। দরকার ধরাবাহিকতা। ধরাবাহিকতার ছন্দ পতন বলেই হয়তো আমার খূব করে বকতে ইচ্ছে হচ্ছিল। অন্তরালে কি কোন সমস্যা ছিল গতকাল।

হয়তো মোটেই তা নয়। খেলায় তো হতেই পারে ওমন। কেনো রেটিং এর 1 নং 2 নং দল গুলোও তো মাঝে মাঝে দেখা যায় বিলোও 100 তেই আটকে যায়। হয় হয় জীবনে ছন্দ পতন , হঠাৎ সুনামী ঢেউ --সব্ই। হঠাৎ তাই আমি একজন পাঠক হয়েও নিজের লেখা ব্ই যখন হাতে পাই নিশ্বাসের বায়ু পথে বয়ে যায় শান্ত বাতাসের অচেনা শান্তির ঢেউ।

ঢেউয়ে ভাসতে ভাসতে জানতেও ইচ্ছে করে আসলেই কি কিছু লিখতে পেরেছি, দেখাতে কি পেরেছি সমাজের বিচিত্র্য অসংগতি কিছু অনন্ত বই এর গল্প গুলোতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.