আমাদের কথা খুঁজে নিন

   

ফাইজলামীর একটা সীমা আছে কৌশিক

বেঁধেছে এমনও ঘর শুন্যের ওপর পোস্তা করে..

এমনিতেই সকাল থেকে মেজাজপা খারাপ। ফাইনাল প্রুফ দেখা শেষ, পেজ মেকাপ শেষ। হটাৎ করে দেখা গেল এম এস ওয়ার্ড থেকে কোয়ার্ক এ নেয়ার পর দেখা গেল সব ফন্ট ভেঙ্গে গেছে। মেকাপ আবার গোড়া থেকে শুরু করতে হবে। এতক্ষনে ম্যাটার প্রেসে চলে যাওয়ার কথা।

হ্যা, ব্লগের প্রকাশিতব্য বই অপর বাস্তব নিয়েই কথা হচ্ছে। প্রিশিসন প্রেসের সুজন বারবার ফোন দিচ্ছে , শিডিউল অনুযায়ী আজ বই প্রেসে উঠবে কিনা? এই 10 মিনিট , এই 15 মিনিট বলে টাইম নেয়া হচ্ছে। তবে সবুজের কাজ দেখে মনে হচ্ছেনা যে আজ প্রেসে যাওয়া যাবে। এর মধ্যে আবার ঐ কৌশিক হারামজাদার পোস্ট। কাহাতক মানুষের মাথা ঠিক থাকে? প্রিয় ব্লগবাসী, ব্লগের পক্ষে সম্পাদনা পরিষদে কৌশিকেরই মূল দায়িত্ব।

কিন্তু গত তিনদিনের মধ্যে ছাপাকলে 1 বারও তার পা পড়েনি। বইয়ের পরিকলপনা যখন হয় তখন তার উৎসাহের কোন ঘাটতি ছিলোনা। কিন্তু কাজ যখন শুরু হয়েছে তখন পুরো ঠনঠন। কাজে নাই কিন্তু খবর পাই তাকে আশেপাশেই দেখা যায়( নারী পরিবেষ্টিত তা বলার দরকার হয়না)। ঐ হারামজাদা পুরো বদমায়েশ! এখন আবার ইয়ার্কি মারা শুরু করেছে।

ব্লগের বই নাকি বের হবেনা। ও কেন আমারে ফাসানোর তালে আছে। ব্যাটা তুই কি পয়সা খাইছস? কৌশিকের আসল ট্রিটমেন্ট হারাধন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।