আমাদের কথা খুঁজে নিন

   

সিগমা হুদা আপনি ভুল বলেছেন ....



বিবিসির বাংলাদেশ সংলাপে এডভোকেট সিগমা হুদা বলেছেন উনার মতে রাজনীতিকে যারা পেশা হিসেবে গ্রহণ করে তাদেরকেই নাকি দেশে দূর্ণীতি বৃদ্ধির জন্য সন্দেহ করা উচিৎ । এ ধারনা অবশ্য অনেকেই পোষন করেন । আপনি এবং তাদেরকে বলছি এ ধারনা সঠিক নয় । এখন সময় এসেছে বিষয়টি নতুন করে ভেবে দেখার । প্রতিটি পেষার মানুষই তার পেষার প্রতি ঐ পেষায় একজন অপেষাদার মানুষের চেয়ে অনেক বেশী যত্নবান ও দায়িত্বশীল হন ।

শুধু আমাদের দেশে নয় বরং বিদেশেও রাজনীতিকদের এই পেষাগত বিষয়টি প্রকট সমস্যা হিসেবে দেখা দিচ্ছে । আর এ কারনেই বাংলাদেশ, থাইল্যান্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য অরাজনৈতিক সরকার গঠন করতে হয়; মালয়েশিয়া - কোরিয়ার মত উন্নত দেশের টপ রাজনীতিকদের বিরুদ্ধেও দূর্নীতির অভিযোগ ওঠে আর ঈঙ্গ মার্কিন মুলুকেও জাতীয় স্বার্থেও সরকার প্রধান এবং আঈন পরিষদ ভিন্ন মত পোষণ করে । দেশী বিদেশী এ সব সমস্যার একটাই মৌলিক কারন এবং তা হচ্ছে রাজনীতিকে পরিপূর্ণ পেষা গত মর্যাদা না দেয়া । পেষাগত ভাবে যারা রাজনীতি করেন তারা রাজনীতির প্রতি অপেক্ষাকৃত বেশী কমিটেড । এর প্রমান পাই আমরা বামপন্থি ফুলটাইমার রাজনীতিকদের ক্ষেত্রে ।

আমাদের দেশের রাজনীতি থেকে এ ধরনের পদ্ধতি উঠে যাওয়ায় রাজনীতি হয়ে গেছে চাদাবাজীর পেষা । আপনি যদি এদের প্রসঙ্গে বলে থাকেন, তাহলে তা অকাট্য সত্য । কিন্তু এও ঠিক দেশে বিদেশে রাজনৈতিক চাদা উত্তোলন বা তহবিল সংগ্রহ একটি স্বীকৃত বিষয় । আমাদের দেশেও রাজনৈতিক তহবিলের এবং ফুলটাইমার রাজনীতিকদের পদ্ধতি সুষ্ঠু ভাবে শুরু করতে হবে । এবং এ কাজটি শুরু করতে হবে সরকারকে তার সাথে বেসরকারী প্রতিষ্ঠান গুলোর এগিয়ে আসতে হবে ।

সরকার শুরুতে সীমিত ভাবে হলেও রাজনৈতিক কর্মকান্ড এবং নির্বাচনে অর্থ যোগান দেবে । শুধু তাই নয়, সরকারী -বেসরকারী ভাবে প্রতিষ্ঠিত এবং নব্য রাজনীতিকদের স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে । এখনই সময় বিষয়টি নিয়ে আমাদের ভাবার, কথা বলার এবং কিছু করার । রাজনীতির সঙ্গে আঈন অঙ্গাঙ্গী ভাবে জরীত, কেননা সাংসদদের প্রধান কাজ দেশে প্রয়োজনীয় বিধান প্রনয়ন । কাজেই আপনারা যারা আঈন পেষায় আছেন, তাদেরও এগিয়ে আসতে হবে রাজনীতিকে পেষা গত মর্যাদায় উনি্নত করার প্রকৃয়ায় ।

আপনি বিষয়টি নিয়ে উন্মুক্ত মাধ্যমে কথা বলেছেন ; সে জন্য সবার আগে আপনাকেই বলছি, বিষয়টি নিয়ে আরো গভীরভাবে ভাবুন, আরও বেশী কথা বলুন এবং সক্রিয় ভাবে কিছু করুন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।