আমাদের কথা খুঁজে নিন

   

গান (কাব্য বাদ দিয়া গান ধরছি...যদি এরে গান বলা যায়...)

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

চিটাগাং ইউনিভার্সিটিতে ফাস্ট ইয়ারে (এরপর থেকে এসব বন্ধ হয়ে যেত সেকেন্ড ইয়ারের ধাক্কায় অথবা নতুন ফাস্ট ইয়ারদের গরমে... ) থাকতে মজার সেই শাটল ট্রেনে আমরা প্রায়ই একটা প্যারোডি গাইতাম। কাব্য চচর্া তো অনেকেই করলেন আমার সাথে.....দেকি এবার প্যারোডিটার সাথে সঙ্গীত চর্চাও করেন সবাই মিলে......(কেউ আঘাত পেয়ে থাকলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি.......এটা শুধুমাত্র মজার জন্য)ঃ আমার সুখ নাইরে এ এ এ এ সুখ পরানের পাখি... আঠারোটা বিয়া করলাম জেলায় জেলায় ঘুরি, আমার সুখ নাইরে!! পরথমেতে করলাম বিয়া- জেলা নোয়াখালি বউ আমার ভাল লাগে না- ভাল লাগে শালী!! আমার সুখ নাইরে।

আমার সুখ নাইরে এ এ এ এ সুখ পরানের পাখি... আঠারোটা বিয়া করলাম জেলায় জেলায় ঘুরি, আমার সুখ নাইরে!! (এই অংশটা সবাই মিলে কোরাসের মতো করে গাইতাম....) (অন্যান্য অংশটুকু এক জনের পর একজন গাইতো) তারপরেতে করলাম বিয়া জেলা চকরিয়া- বউ আমায় ফালায় থুইয়া করে পরকিয়া। আমার সুখ নাইরে। আমার সুখ নাইরে এ এ এ এ সুখ পরানের পাখি... আঠারোটা বিয়া করলাম জেলায় জেলায় ঘুরি, আমার সুখ নাইরে!! তারপরেতে করলাম বিয়া- জেলা ভোলা, বাসর রাইতে গিয়া দেখি - বউয়ের কোলে পোলা। কোরাস.... তারপরেতে করলাম বিয়া - জেলা বগুড়া - বউ আমায় জোয়ান কয়না, আমি নাকি বুড়া। কোরাস.... তারপরেতে করলাম বিয়া - জেলা চিটাগাং - বউ আমার কথা শোনেনা - করে চটাং চটাং।

কোরাস.... বাকি জেলা গুলো এখন মনে আসছে না... আপনারাই পুরন করে নিন আপনাদের অসাধারণ সঙ্গীত প্রতিভা দিয়ে.....হাঃ হাঃ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।