আমাদের কথা খুঁজে নিন

   

আনকোরা নতুন আমি:



আমি একদম নতুন। মাএ এলাম। এসেই হামাগুড়ি দিয়ে চলে এলাম পহেলা পাতায়। এতো লেখা এখানে। এবার একুশের বই মেলার বারোটা বাজবে।

এখানের লেখা পড়েই তো শেষ করা যাবে না, তা বই কিনে পড়বো কি? আমি কি নিয়ে লিখব? ভয় নেই। আমি টিপিক্যাল ব্লগার না। রাজনীতি না। কবিতা না। গল্প না।

শুধু আমার নিজের কথা। যেমন এই মুহুর্তে আমি বাবু মিয়ার দোকানের চা খাচ্ছি। ক্যাফেতে বসে আছে অনেক লোকজন। সবাই খুব মনোযোগ দিয়ে মনিটরের দিকে তাকিয়ে আছে। আমার কী বোর্ডের আওয়াজে অনেকের মনে হয় ডিস্টার্ব হচ্ছে।

তারা যা করছে সেটা ভাবতেও আমার কস্ট লাগছে। কারণ, কাজের কাজ যে কিছু করছে না, তা নিশ্চিত। যাক, নিজের চরকায় তেল দেই। চা খেয়ে আর এই পোস্টটা দিয়ে বের হবো। তারপর কি করব তাই ভাবছি।

দেখা হবে। কথা হবে। ভাল থাকেন সবাই। যারা এই সাইটোর উদ্যোক্তা তাদের ধন্যবাদ। ধন্যবাদ সকল পাঠককে (ক্লোজআপহাসি)।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.