আমাদের কথা খুঁজে নিন

   

তিশমাকে যারা ইংরেজী গান গাইতে বলেন তারা ভুল বলেন



ফাল্গুন মিউজিকে গায়িকা তিশমার কিছু গান কিছু কথা শুনলাম । খালি গলায় ইংরেজী গানটি ভালো লেগেছে । গানটির ধরন ইংরেজী কাসিক্যাল বা জাজ ধরনের মনে হয়েছে আমার। আমি সঠিক বলেছি কিনা জানিনা, তবে এ ধরনের গানের গলা আমাদের দেশে নেই । আর শূধু ঐ ধরনের গলা হলেই হবেনা একেবারে ইংরেজী ঢঙে তা গাইবার অভ্যাসও থাকতে হবে।

সেদিক থেকে তিশমা কে এখন একজন সম্ভাবনাময় তারকা হিসেবে আমার মনে হচ্ছে । 'নিরীখ বান্ধ রে দুই নয়নে ...' গানটি তিশমা অনেকটা ঐ ঢঙে গাইতে চেষ্টা করেছেন । কিন্তু গানটি ঐ ধরনের ইংরেজী ক্লাসিক্যাল বা জাজ ধরনের গান নয় বা তিশমার গলা বা গায়কী ঢঙের উপযোগী নয় । তাই ভালো লাগলেও ততটা ভালো লাগেনি যতটা লাগার কথা । তাই তিশমাকে যারা ইংরেজী গান গাইতে বলেন তারা ভুল বলেন ।

কারন ঐ ধরনের ইংরেজী গানের গায়ীকা অনেক আছে । কিন্তু ঐ ঢঙে বাংলা গান আমার মত গানের জগতে বৈচিত্র পিয়াসী শ্রোতারা অনেক আগ্রহ ভরে নেবে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.