আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ব্ল্লগে শোক দিবস:

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

দেশে শোকাবহ অনেক ঘটনা ঘটলেও ব্লগে এখন পর্যন্ত কোন শোক দিবস পালন হয়নি। অনেকে শোক ও দু:খ প্রকাশের যুৎসই চ্যানেল খুজে বেড়াচ্ছেন। ক্ষমতার পাকা ধানে মই দেওয়াতে অনেকের স্বপ্ন সত্যি স্বপ্নই রয়ে গেল। কস্ট আর যন্ত্রণা তাদের লেখার পরতে পরতে ভেসে উঠে। জনগুরুত্বপূর্ণ এই শোক দিবসটি পালনে কোন হৃদয়বান মুমিন মুসলমান কি এগিয়ে আসবেন না? দুনর্ীতিবাজদের সাথে গাঁটছড়া বেঁধে যারা দেশের বারোটা বাজিয়েছে তাদের কাছে এখন আবার দুনর্ীতির বয়ান শুনতে হচ্ছে।

দেশতো উচ্ছন্নে যাচ্ছিল । গুলশান লেক থেকে নৌ পরিবহন সবই ইজারা নিয়েছিল। দেশটাও বাকী ছিল পুরো ইজারা নেওয়ার। এখন তারা আবার গর্তে। তাদের কস্টের সাথে একাত্ম হোন।

অনেকের আহাজারি শুনলে সত্যি কস্ট লাগে। কারও মুখের খাওয়া এভাবে ছিনিয়ে নেওয়া কি ঠিক? তাদেরই একজনের কথা শুনে দিয়ে দিলাম শোক প্রস্তাবটি ব্লগের পাতায়...যোগ দিন শোক মাহফিলে (চলবে)।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।