আমাদের কথা খুঁজে নিন

   

তুমি যদি হও

সখের বশে একটু লিখি..............তবে আমার লেখায় এমন কিছু থাকুক যা মূল্যবোধকে জাগ্রত করে। তুমি যদি হও আকাশের তারা আমি হব তবে চাঁদ, নিঝুম রাতের গল্প শুনাবো যতক্ষণ না হয় সুপ্রভাত। তুমি যদি হও পবনের বেগ আমি হব ঝড়ো হাওয়া, যে ঝড়ে দুজনা, উড়ে যাব অজানায় বলিতে সকল, যত কথা না কওয়া। তুমি যদি হও রাখালের বাঁশি আমি হব তবে সুর, গান হয়ে রব বাঁশরির সুরে ব্যাকুল করিব ক্লান্ত দুপুর। তুমি যদি হও আকাশের মেঘ আমি হব বারিধারা, শ্রাবণ রাতের ঝর, ঝর রবে বিরহী মন করিব ঘুমহারা। তুমি যদি হও রাতের শিশির আমি হব আলো ভোরের রবির, প্রথম আলোয় শুকে নিব সব মেটাতে তিয়াস, তুমি হিনা নিশির। তুমি যদি হও চঞ্চলা, চপলা আমি রব তবে দুরন্ত সারাবেলা, অদম্য প্রেমের অশান্ত দাহে জীবন করিব উতলা। তুমি যদি হও প্রবাহমান নদী আমি হব তবে স্রোতধারা, কল কল রবে বয়ে যাবো মোহনায় মিলন তিয়াসে হয়ে দিশেহারা। তুমি যদি হও বাঁধনহারা আমি হব তবে অপেক্ষার প্রহর, নিশুতির ঝরা বকুল কুড়ায়ে সাজিয়ে রাখিব প্রতিক্ষার বাসর জুলাই ০৪, ২০১২ মিরপুর, ঢাকা-১২১৬

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।