আমাদের কথা খুঁজে নিন

   

> রবি ঠাকুরের দুর্বলতা \

পুষ্প, বৃক্ষ এবং বিহঙ্গ পুরাণ

একসাথে দু'টা বই পড়ছি এখন। আমার অনেকদিনের বদঅভ্যাস এটা। বড় উপন্যাসের ক্ষেত্রে অবশ্য সম্ভব হয় না। ছোট গল্প বা প্রবন্ধ হলে ঠিকাছে। আখতারুজ্জামান ইলিয়াসের রচনাসমগ্রের প্রথম খন্ডে শুধু তাঁর গল্পগুলো রয়েছে- মোট আটাশটি।

পড়ে চলেছি দিনরাত। সেইসাথে যেটা পড়ছি- আব্দুল্লাহ আবু সায়ীদের " স্বনির্বাচিত প্রবন্ধ ও রচনা' এটাও পড়ছি মন্ত্রমুগ্ধের মত। মজার ব্যাপার হলো- সায়ীদ স্যার এই বইটি উৎসর্গ করেছেন আখতারুজ্জামানকে। এই সংকলনের প্রথম লেখাটির নাম " দুর্বলতায় রবীনদ্্রনাথ''। রবি ঠাকুরের সাহিত্য এবং তার সম্পর্কিত তাঁর ব্যাক্তিগত নানারকম দুর্বলতা নিয়ে সেমি-রুঢ় আলোচনা করেছেন আব্দুল্লাহ আবু সায়ীদ।

রবীনদ্্রনাথকে নিয়ে এরকম আলোচনা অবশ্য নতুন নয়। তবে বিশেষ করে এই প্রবন্ধটির যৌক্তিকতা অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। স্ক্যান করে ব্লগারদের জন্যে তুলে দিলাম এখানে (যদিও কাজটার বৈধতা নিয়ে আমি ব্যাপক সন্দিহান, কিন্তু সবাইকে পড়ার সুযোগ করে দিতে ইচ্ছে করছে)। পড়ার পরে ইচ্ছা হলে এখানে আলোচনা করা যেতে পারে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।