আমাদের কথা খুঁজে নিন

   

বেশীক্ষণ ঘুমালেই দেখি ...

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

স্বভাবতই রাইতে দেরী করে ঘুমাই। ছয় ঘন্টা বড়জোর সাত ঘন্টা , এর বেশী ঘুম আমার কপালে জোটেনা। তবে যতক্ষণ ঘুম হয় খুবই ভাল ভাবেই হয়। নির্ঝঞ্ঝাট ঘুম। স্বপ্ন বাবাজীর ও সাধ্য হয়না কাছে ঘেঁষে।

অথবা ঘেষে, তবে এতই দূর্বল শক্তি নিয়ে আসে যে কোন ছাপ রেখে যেতে পারেনা। নির্ঘুমতার কালে তার কোন অস্তিত্বই আইসতে পারেনা। .... কিন্তু ব্যতিক্রম ঘটে , অতি খেয়াল করে দেখেছি, যেদিন ঘুম সাত/আট ঘন্টার বেশী হয় সেদিনই স্বপ্ন বাবাজী কপাত করে জাপটে ধরে। আর ওমন দিনে একটা নির্দিষ্ট অধ্যায়ের আর পরিবেশের স্বপ্ন দেখি প্রায়শই। ... একটি ক্লাশ রুম।

দুই সারি বেঞ্চ , সহপাঠী বেশির ভাগের চেহার আর নাম মিলে যায় স্কুলের সহপাঠী গণের সাথে। তবে সবচেয়ে মজার ব্যাপার স্বপ্নের বিভিন্ন সিকোয়েন্সে সেই ক্লাশরুমে চলে আসে পরিচিত বিভিন্ন অংগনের নান ব্যক্তিত্ব। ঘটনা গুলো ছোট ছোট ...বেশ মজাও পাই। ...মাঝে মাঝে দেখা যায় আমার চেয়ে ১০ বছরের সিনিয়র কেউ ও আমার সাথে একই ক্লাশে বসে আছে। ... কষ্ট লাগে সকালে যতই চেষ্টা করি মজার ঘটনাগুলো আর মনে পড়েই না।

আজকে সকালেও দেখছিলাম। গতকাল রাতে ১১টায় ঘুমিয়ে পড়েছিলাম চশমা চোখেই , শরীরটা একটু খারাপ তো তাই। স্বপ্নের একটু মনে আছে কেবল...স্যার কি যেন পড়াচ্ছিল , ভুল । আমি উল্টো স্যার কে সঠিক টা বুঝিয়ে দিচ্ছিলাম। .... একটা ব্যাপারে স্বপ্নগুলো বেশ কাজের ...চেনা মুখ গুলো দেখা যায় খুব কাছ থেকে ।

নষ্টালজিয়া কাজ করে ঘুম ভাঙার পর তাই অনেকক্ষণ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.