আমাদের কথা খুঁজে নিন

   

জিপি ইন্সট্যান্ট মেসেনজার



নতুন নোকিয়া 3230 কিনে দেখলাম যে এতে edge সুবিধা আছে। তার মানে হইল, আমি মোবাইল দিয়া নেট এ যাইতে পারবো...আমারে আর পায় কে? লগে লগে অপেরা মিনি ব্রাউজার ডাউনলোড করলাম। আর...একটু চ্যাট করি বইলা mig33 টাও নামাইলাম। mig33 হইল মোবাইল মেসেনজার। ইয়াহু এবং হটমেইল এর মেসেনজারের কানেকশান mig33 তে বইসা পাওন যায়। ...ফাটায়া চ্যাট করতাম...দিন নাই, দুপুর নাই... আমার মত অগনিত চ্যাটারদের তথা কাস্টমারদের সংখ্যা ও চাহিদার মাঝে কিসু যোগ, বিয়োগ, গুন, ভাগ কইরা প্রফিটেবল কিসু পাওয়ার আশায় ফট কইরা নোটিশ জারি করল যে চ্যাটারগন...যত চ্যাট করার, কইরা লও, ফেব্রুয়ারী েথইকা mig33 বন্ধ। তার বদলে আমাদের জিপি ইন্সট্যান্ট মেসেনজার use কর। ভাল কথা...নামাইলাম...useও করলাম...এর চেয়ে ফালতুমেসেনজার আমি আর দেখিনাই। Symbian ভার্শন হয় হ্যাং করে, নাইলে MSN মেসেনজারে ঢুকতে গেলে অফ হইয়া যায়... আর Java ভার্শনের কথা নাইবা কইলাম... এদের ডাকাতি কবে কমবো??? .::সূফী::.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।