আমাদের কথা খুঁজে নিন

   

সাইকেল একটা কিনেই ফেল্লাম..... শেষপর্যন্ত.... মেরিডা ওয়ারিওর.. ৩১০

বহুত খুজাখুজি করলাম...... অনেক স্বপ্নও দেখলাম.... বাজেট কোনভাবেই ২০ হাজারের উপর উঠাটে পারলাম না..... গেলাম লক্স জোহান অথবা মেরিডা ৫৬০ কিনতে.... বংশাল....লাওন এবং নওয়াব এ... মেরিডা ৫৬০ ভালো লাগলো কিন্ত দাম আমার বাজেটের অনেক উপরে একটাকাও কমাবে না..... তারপরও আবার লাল রং এর.... ধুর লাল রং কি আর এই বয়সে মানায়... তাই মেরিডা ৫৬০ বাদ... কালো পাইলে একটা চেস্টা হয়তো করতাম...। আবার জোহান আমার মোটেই পছন্দ হয় নাই...... কি আর করা.. লাওয়ন এ আমার বাজেটের আর কিছু নাই... ছিল একটা ফরম্যাট ওলো লাল রং এর.... গেলাম নওয়াব এ..... পছন্দনিয় একটাই পেলাম মেরিডা ওয়ারিওর ৩১০ .. দোকান বন্ধ হওয়ার টাইমও হইয়া আসছিল..... যাইহোক নিয়া নিলাম মেরিডা ৩১০....... তারপর তো আর এক ভেজাল.... ঢাকার রাস্তায় লাস্ট সাইকেল চালাইছি ১২ বছর আগে...... এখন কেমনে যামু বংশাল টু গুলশান.... আল্লাহ ভরসা কইরা যাএা শুরু করলাম ৯:১৫ মিনিটে... গায়ের সকল শক্তি আর মনের জোরে বাড়ি ফিরলাম রাত ১০:২০ মিনিটে..... বহুত কস্টে পোস্টটা লিখতাছি..... ঘুমে চোখ জড়াই আসতাছে.... ভাই সত্যি কথা বলতে কি সাইকেল চালানো বহুত কস্টের কাম..... এখন এনার্জি কয়দিন থাকে সেইটাই দেখার বিষয়..... কিন্না ভুল করলাম না তো?????? ছবি কেমনে দিব কিছুই বুজতাছি না......

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.