আমাদের কথা খুঁজে নিন

   

ড্র করলো কাকার মিলান

তবে মিলান না পারলেও জিতেছে নাপোলি। আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে গতবারের রানার্সআপরা।
এ নিয়ে মৌসুমে দ্বিতীয়বার পয়েন্ট খোয়ালো ইতালির অন্যতম সফল ক্লাব মিলান। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে পিএসভি আইন্দহোভেনের কাছে ২-১ গোলে হেরেছিল তারা।
তবে তুরিনোর মাঠ স্তাদিও অলিম্পিকোয় ড্র’টাও মিলানের জন্য কম স্বস্তির নয়।

গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৭১ মিনিটে যথাক্রমে মিডফিল্ডার দানিলো দি’আম্ব্রোসিও এবং ফরোয়ার্ড অ্যালেস্সিও সার্সির গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা।
ফলে আরেকটি হারের শঙ্কা জেগে ওঠে মিলান শিবিরে। অতিথিরা গোল পরিশোধের কয়েকটি সুযোগ পেলেও তা বারবারই হাতছাড়া হতে থাকে। অবশেষে শেষ আট মিনিটের নাটকীয়তা।
৯০ মিনিট শেষ হতে তখন বাকি মিনিট দুয়েক।

আলতো ছোয়ায় বল জালে জড়িয়ে ব্যবধান কমান ঘানার মিডফিল্ডার সুল্লে মুনতারি।
ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে দলকে সমতায় ফেরানোর সুযোগ পেয়েছিলেন স্ট্রাইকার মারিও বালোতেল্লি; কিন্তু তার সদ্ব্যবহার করতে পারেননি। তবে পরের মিনিটেই গোলের সহজ সুযোগ পেয়ে যান বালোতেল্লি। ডি বক্সের মাঝে মিডফিল্ডার আন্দ্রেয়া পলিকে তুরিনোর এক খেলোয়াড় ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে বল জালে জড়িয়ে মূল্যবান একটি পয়েন্ট তুলে নেন তিনি।

 
দলের হতাশার মাঝে পুনরায় অভিষেকে নজর কাড়তে ব্যর্থ ব্রাজিলের কাকাকে ৭০ মিনিটে তুলে নেন কোচ মাস্সিমিল্লিয়ানো আল্লেগ্রি।
এদিকে স্তাদিও সান পাওলোয় স্বাগতিক নাপোলির পক্ষে গোলদুটি করেছেন আর্জেন্টিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়াইন ও স্প্যানিশ ফরোয়ার্ড হোসে ক্যালেওন। যথাক্রমে ৭১ ও ৮১ মিনিটে লক্ষ্যভেদ করেন তারা।
৭৪ মিনিটে মিডফিল্ডার লুকা সিগারিনি জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশজনের দলে পরিনত হয় অতিথিরা।
তিন ম্যাচের সবকটি জিতে নয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে নাপোলি।

সমান ম্যাচে সমান সাত পয়েন্ট নিয়ে পরের দুই স্থানে যথাক্রমে ইন্টার মিলান ও জুভেন্টাস, গোল ব্যবধানে পিছিয়ে গতবারের চ্যাম্পিয়নরা।
আর চার পয়েন্ট নিয়ে মিলানের অবস্থান ষষ্ঠ। চার ও পাঁচ নম্বরে যথাক্রমে রোমা ও ফিওরেন্তিনা। উভয়ের পয়েন্ট ছয়, গোল গড়ে এগিয়ে রোমা।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।