আমাদের কথা খুঁজে নিন

   

শেষ পর্যন্ত হলো...

সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......

পাঁচটি বছর আদালতে 22 বার সময় নিয়ে বিচার বিভাগ পৃথকীকরন ঠেকিয়েছিলো সদ্য বিদায়ী চার দলীয় জোট সরকার। এর আগে বিচারপতি লতিফুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার পৃথকীকরনের উদ্যেগ নিলে জোট নেত্রী খালেদা জিয়া ফোন করে তা স্থগিত করতে বলেছিলেন। তখন তিনি বলেছিলেন নির্বাচিত সরকার কাজটি করবে। এরপর তিনি নির্বাচিত হলেন কিন্তু তার সরকার ও সরকারের বিশ্বখ্যাত (সুবিধাবাধ.. দুর্নীতি ও রাজনৈতিক অপরাধের জন্য) আইনমন্ত্রী 22 বার সময় নিয়ে বিচার বিভাগ পৃথকীকরন ঠেকিয়ে দেন। অবশেষে ড. ফখরুদ্দিনের তত্ত্ববধায়ক সরকার মাত্র দুদিনে কাজটি করে দিলো। যে চারটি বিধিমালা সংশোধনের নির্দেশ দিয়েছিলো সুপ্রীম কোর্ট তা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে আজ রাতেই। অভিনন্দন ড. ফখরুদ্দীন ও তার সরকারকে। একই সঙ্গে ঘৃনা জানাচ্ছি সেই সব অপরাধীদের যারা বার বার সময় নিয়ে বিচার বিভাগ পৃথকীকরন করতে না দিয়ে গণতন্ত্রকে তিলে তিলে বিপদের মধ্যে ঠেলে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন তাদের প্রতি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।