আমাদের কথা খুঁজে নিন

   

ক্লোজ ডাউন 2.5 এ আমার গান!

পরিবর্তনের জন্য লেখালেখি

তিন জনেরই দেখি মন খারাপ । কি সিরিঙ্খলা !!! কি সব্বোনাশ! চোর আমারে বলেছে আমার নাকি ক্লোজ আপ ১ এ অংশ নেওয়া উচিৎ ছিলো। আসলে আমি হিটেই বাদ । নাহ ,মানে ঐদিন খুব গরম ছিলো। ফ্যান , এসি কিছুই কাজ করেনি।

ফলে ,আমি হিটেই বাদ। হইলো না পুরা "তাড়কা" হওয়ার সাধ। ভাবলাম রান্না প্রতিযোগীতায় অংশ নিবো। ফর্ম পূরণ করতে গিয়ে দেখি প্রথম প্রশ্ন, আপনি কি একজন গর্বিত পিতা? উত্তরে লিখেছিলাম যে , নাহ থাক বলবো না। কয়দিন আগে , অনুবাদের একটা কাজ করবো কি না বলে একটা পোস্ট ছিলো।

তাতে যোগ দিলাম। যাদের বাচচা হবে , সেই রকম গর্ভবতীদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত, তার একটা "ম্যানুয়াল" দিলো বাংলা করতে । আমি বললাম, এইটা কিন্তু "ওম্যানুয়াল" হওয়া উচিত। যাক গে, ইংরেজি লাইনটা ছিলো, " গ্যাদার হিউমেন রিসোর্স এ্যান্ড লজিস্টিক্স"। লজিসটিক্স এর অর্থ অভিধান দেখে লিখে দিলাম, "যুদ্ধে যাবার সরঞ্জামাদি"।

তার পর আর ডাকে নাই । এরপর "তোমারেই বিছড়াইতাসে বাংলাদেশ " প্রতিযোগিতার আমি একমাত্র প্রতিযোগী ছিলাম। সেই খান থেকেও বাদ ! কেনো? শুনেন তাইলে , সুর চলে যায় এদিক ওদিক সুরকে যায় না ধরা সুরের চেয়ে অসুর গেয়ে তাই লিখে যাই ছড়া । সুর তো দেখি দারুন পাজি ঠেলার নামটি যে বাবাজি গাইতে বসে বেশ বুঝেছি দুঃখে হৃদয় ভরা ! ভাদর মাসে তাল পেকেছে তাল খেয়েছি পাঁচ তবলা ব্যাটা তাও দেখি দেয় বেতাল হবার আঁচ ! হারমোনিয়াম হার মেনেছে সেতার বলে ট্যাং গাইতে গিয়ে গলায় দেখি বাস করে এক ব্যাঙ ! সবার গলায় বাজলো বাঁশি আমার গলায় বাঁশ? এরচে' ভালো মাঠে গিয়ে খাই চিবিয়ে ঘাস! [ মামনিয়া, ইমনীয়ার বুক ভরা ফুস ফাস কষ্ট নামক বাতস পাতা , উড়তাছে হুশ হাশ আর হলো না গায়ক হওয়া , দিল বোলে , "হায়! কাশ! চাট গাঁ হতে মহাখালী, খালি দীর্ঘ শ্বাস ] ৫ই জানুয়ারী ২০০৭ ঢাকা ভাবলাম রান্না প্রতিযোগীতায় অংশ নিবো। ফর্ম পূরণ করতে গিয়ে দেখি প্রথম প্রশ্ন, আপনি কি একজন গর্বিত পিতা? উত্তরে লিখেছিলাম যে , নাহ থাক বলবো না।

কয়দিন আগে , অনুবাদের একটা কাজ করবো কি না বলে একটা পোস্ট ছিলো। তাতে যোগ দিলাম। যাদের বাচচা হবে , সেই রকম গর্ভবতীদের কি কি প্রস্তুতি নেওয়া উচিত, তার একটা "ম্যানুয়াল" দিলো বাংলা করতে । আমি বললাম, এইটা কিন্তু "ওম্যানুয়াল" হওয়া উচিত। যাক গে, ইংরেজি লাইনটা ছিলো, " গ্যাদার হিউমেন রিসোর্স এ্যান্ড লজিস্টিক্স"।

লজিসটিক্স এর অর্থ অভিধান দেখে লিখে দিলাম, "যুদ্ধে যাবার সরঞ্জামাদি"। তার পর আর ডাকে নাই । এরপর "তোমারেই বিছড়াইতাসে বাংলাদেশ " প্রতিযোগিতার আমি একমাত্র প্রতিযোগী ছিলাম। সেই খান থেকেও বাদ ! কেনো? শুনেন তাইলে , সুর চলে যায় এদিক ওদিক সুরকে যায় না ধরা সুরের চেয়ে অসুর গেয়ে তাই লিখে যাই ছড়া । সুর তো দেখি দারুন পাজি ঠেলার নামটি যে বাবাজি গাইতে বসে বেশ বুঝেছি দুঃখে হৃদয় ভরা ! ভাদর মাসে তাল পেকেছে তাল খেয়েছি পাঁচ তবলা ব্যাটা তাও দেখি দেয় বেতাল হবার আঁচ ! হারমোনিয়াম হার মেনেছে সেতার বলে ট্যাং গাইতে গিয়ে গলায় দেখি বাস করে এক ব্যাঙ ! সবার গলায় বাজলো বাঁশি আমার গলায় বাঁশ? এরচে' ভালো মাঠে গিয়ে খাই চিবিয়ে ঘাস! [ মামনিয়া, ইমনীয়ার বুক ভরা ফুস ফাস কষ্ট নামক বাতস পাতা , উড়তাছে হুশ হাশ আর হলো না গায়ক হওয়া , দিল বোলে , "হায়! কাশ! চাট গাঁ হতে মহাখালী, খালি দীর্ঘ শ্বাস ] ৫ই জানুয়ারী ২০০৭ ঢাকা


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.