আমাদের কথা খুঁজে নিন

   

বেলের অভিষেকে রিয়ালের ড্র

রিয়াল মাদ্রিদে অভিষেকেই গোল পেয়েছেন দলবদলের বাজারে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। তবে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে রিয়াল মাদ্রিদকে।

গতকাল শনিবার স্প্যানিশ লা লিগায়রেকর্ড ১০ কোটি ইউরোয় টটেনহ্যাম হটস্পার থেকে রিয়ালে আসা বেলের লক্ষ্যভেদে খেলায় ১-১ সমতা আনে রিয়াল। এর আগে ২১ মিনিটে কানির গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়ারিয়াল।

ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজামার সঙ্গে ত্রিমুখী আক্রমণে যান বেল।

দুই সতীর্থ কয়েকটি সুযোগ হাতছাড়া করলেও দানিয়েল কারভাহালের ক্রস থেকে প্রতিপক্ষের জাল খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি তার।

৬৪ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল। তার জোরালো শট এক ডিফেন্ডারের পায়ে লেগে গতিপথ পাল্টে জালে জড়িয়ে যায়।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। গোল হজম করে মরিয়া হয়ে ওঠা ভিয়ারিয়াল প্রতিপক্ষের রক্ষণভাগের ওপর মারাত্মক চাপ সৃষ্টি করে।

বেশ কয়েকবার তাদের হতাশ করেন রিয়াল গোলরক্ষক দিয়েগো লোপেস।

৭০ মিনিটে মেক্সিকোর অ্যাটাকিং মিডফিল্ডার জিওভানি দস সান্তোসের জোরালো শট লোপেসকে ফাঁকি দিয়ে খেলায় ২-২ সমতা নিয়ে আসে।

৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ১০। শিরোপাধারী বার্সোলোনা ও আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে তারা। বাংলাদেশ সময় শনিবার রাত দুইটায় ভিলারিয়াল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.