আমাদের কথা খুঁজে নিন

   

ফটো ব্লগ- বাণিজ্যমেলা ২০১৩

এসো নীপবনে আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আমি আর আমার মা। উহঃ যেতেই যে ঝক্কি হলো সে আর কী বলবো। যা হোক আজ বাণিজ্য মেলায় যে স্থাপনাগুলো ভালো লাগলো সেই গুলো নিয়েই আজকের এই পোস্ট। দেখুন তো আপনাদের কেমন লাগে।

- মার্কস দুধের প্রতিষ্ঠান। চমৎকার একটা স্থাপনা। এখানে বাচ্চাদের জন্য রেল গাড়িও আছে। সাধুবাদ পাওয়ার মতো স্থাপনা। - এশিয়ান টেক্সটাইল এর এই স্থাপনাটা বেশ লাগলো।

এর সামনের ফোয়ারাটাও চমৎকার। লাল রঙের পানির ফোয়ারা। - বি আর বি ক্যাবলস এর ব্যাতিক্রমী স্থাপনা। পুরোটাই কাঁচের, ট্রান্সপারেন্ট। - সাধারণ স্থাপনার মাঝে এই রিকো নামের দোকানটি একটু ব্যতিক্রমী লাগলো।

এরা কাগজের টি পট, প্লেট মানে অস্থায়ী ব্যবহার উপযোগী জিনিস গুলোর উৎপাদন আর বিতরণ করছেন। (কেউ আবার মনে করেন না, আমি এই প্রতিষ্ঠানের মার্কেটিং করছি। ) - এস,টি,বি এশিয়া ইমপ্লেক্স এর বাঁশ আর ছন দিয়ে তৈরি একটি ব্যতিক্রমী স্থাপনা। এরা চা, কফি বিক্রী করছেন। - ওয়ালটন এর স্থাপনাটাও ভালোই লেগেছে।

- গোল্ডেন হারভেস্ট এর চারদিক উন্মুক্ত স্থাপনা আমার কাছে বেশ লেগেছে। - স্পীড এর এই স্থাপনাটাও কৃতিত্বের দাবী রাখে। বেশ যত্ন নিয়ের ভাঙ্গা-চোরা একটা স্থাপনা গড়া হয়েছে। - ঈগলু এর স্থাপনাটা বাচ্চাদের কাছে শুধু নয় সকলের কাছেই বেশ পছন্দের। সব বয়সের মানুষরাই এসে কিনছেন, খাচ্ছেন আইসক্রীম।

- সনি এর গড়া এই ফোয়ারাটা দেখতে বেশ। - দ্বীন ফার্নিচারের সামনে এই রকম একটি পরিবেশ আমাকে অভিভূত করেছে। বাচ্চারা বেশ আগ্রহ নিয়ে দেখছে রাজহাস, বানানো হরিণ। - থাইল্যান্ড এর উষা ফ্লোরা লিমিটেড এর স্থাপনাটা সত্যি সমীহ জাগানো। সন্ধ্যার মুহূর্তে তোলা তার আলো কম পড়েছে।

- বঙ্গবন্ধু স্মৃতি প্যাভিলিয়ন। ভেতরে ঢোকা হয়নি সময়ের অভাবে। - হাতিল এর এই স্থাপনাটা রাতে বাত্বি জালানোতে বেশ লাগছিলো। আর যেটা অনেক অনেক ভালো লাগলো তা হলো, এই বাণিজ্য মেলার মধ্যে একটু খানি সুন্দরবন। তবে এইবার বিদেশীদের পদচারণা একটু বেশি চোখে পড়ল।

এটা বেশ ভালোই লাগলো। মেলাটাকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মনে হলো। - সুন্দরবন ইকো পার্ক। অবশেষে আমার মায়ের দুটি ছবি। - আখতার ফার্নিচারের একটি টিভি ট্রলির সামনে।

- মেলা থেকে বের হয়ে তোলা। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন। সুন্দর থাকুন। দেশের পণ্য কিনুন, দেশের শিল্পকে সমৃদ্ধ করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।