আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে যাওয়া সময়

আমি লিখি মানুষের কথা,মানুষ পড়ে না। তারা হাসে। তাদের হাসির জন্যে আমি লিখি 'সবকিছু হাসির বিষয় নয়' তারা হাসে না! তবু আমি লিখব।
ইনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্লগার। না, যা ভাবছেন তা নয়।

বয়স্ক মানুষটি উনার বড় চাচা। শখের ফটোগ্রাফার। ক্যামেরা নিয়েই সারা জীবন কাটিয়ে দিয়েছিলেন। ১৯৯৯ সালে তিনি ইন্তেকাল করেন। উনার কোলে যিনি বসে আছেন,ইনি তার ভাতিজা।

ফটোগ্রাফার চাচা তাঁর মেজ ভাইয়ের মেজ ছেলেকে কোলে নিয়ে ফটো তুলেছেন, কে তুলেছিল সেই ফটো,জানা নেই। ফটোর মানুষটি কে জানতে চায়ছেন তো? ওটা আমি, আপনাদের তুষার আহাসান। ফটোটা আছে আমার বড় ভাইয়ের কাছে। সেদিন ফটোর বিবরণ শুনলাম ফোনে। বললাম,ফেসবুকে দিয়ে দিস।

আজ ফেসবুক থেকে ডাউনলোড করে ভাবলাম, পোড়া মুখ বন্ধুদের দেখাতে ইচ্ছে হয় না, তবে এটা কিনা শৈশবের ছবি, হারিয়ে যাওয়া সময়, সেটিকে আপনাদের সামনে তুলে ধরলাম।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।