আমাদের কথা খুঁজে নিন

   

রাজ নেশায় আক্রান্ত বাঙ্গালী

এখানে নীল জল টলমল করে,এখানে নীলের ছায়া পড়ে

নজরুল যতই বলে যান গরীব হওয়া মহান কিন্তু, যে ক্ষুধা অনুভব করে সে ই বুঝে কতটা মহান সে থাকে। ক্ষুধা পেটে মানুষ কুত্তা পাগল। কি না খায়....আসা্তকুড়ের ময়লা, মানুষের লাথি, লানছনা, গনজনা কম তো আর হইতে হয় না। এই ক্ষুধাই খেল বাঙ্গালী কে। কত নতুন নতুন ক্ষুধা...চাল আছে ডালের ক্ষুধা,ডাল থাকলে গোসতের ক্ষুধা,আমরা এই ক্ষুধার নেশায় আক্রান্ত হয়ে পড়ছি।

চাই আরও চাই। ক্ষুধা মিটাতে চাই...ভালবাসার ক্ষুধা,অনুভবের ক্ষুধা,স হানুভুতির ক্ষুধা,বেচে থাকার ক্ষুধা, উস্টা লাথি খাব, গালি খাব কিন্তু ক্ষুধা মিটাব। এখন তো আমাদের রাজকীয় ক্ষুধা। নীতির ক্ষুধা, বার বার দুর্নিতিতে প্রথম হওয়া আমরা দুর্ণিতির ক্ষুধায় আক্রন্ত। এখন আমরা নৈতিকতা খাই, আদর্শ খাই, ধর্ম খাই।

বাপ দাদার পৈত্রিক সম্পত্তি ভেবে ইসলাম প্রতিষ্ঠার নামে ইসলাম ধমর্ চিবাই ,ধর্ম কামড়াই, ধর্ম হজম করি। নিজের মতো ধর্ম বানাই। ''''' '''''' ''''''ক্ষমতা হের পর কি খামু....... এর পর.... এর আর পর নেই কোন সীমানা........।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।