আমাদের কথা খুঁজে নিন

   

ইমনীয় পুঁথি !

পরিবর্তনের জন্য লেখালেখি

সূচিত্রাদিগের সূচরিত, আশা বেঈমানী ! দক্ষিণার আশা করা, সেও তো নাফরমানি। যারে বৈরাগী বানাইলো , প্রভু , কারন না জানি , "মন" রে সংসারে আর বাধে না রাগ ইমনী । ইমনের গুরু দেয় শিক্ষা, "নাই প্রতিদান" "পাওয়ার আশা" মরীচিকা , কান্না অফুরান । "দিয়ে যাও শুধু", গুরুর শিক্ষা আজও মানি , দিন শেষে ফুরাবো হেসে দেখে সকল নাদানি!!! ইমন, পেলে দেয়, চেলে দেয়, দেয় উজাড় করি দেয় সুখে, দেয় দুখে , শূন্য বক্ষে ধরি । শূন্য মাঝে শূন্য খোঁজে , শূন্য দেয় না দেখা কাতারে কাতার মনে, এই মনে কি একা? সাদা দিলা, কালো দিলা, অঙ্গে দাগে দাগে প্রানে ইমন ক্যানে দিলা গেরুয়া রঙ রাগে? পথে পথে ঘুরে পক্ষী , পথ নাহি পায় , ফজরের বেলী তাহার আছরে লুটায় । হাতে কন্যার শূন্য মালা , হাটে হাটে বিকে ইমনীয় রাগে কন্যা নিরবে গান লিখে। কেউ শুনে , কেউ দেখে , কেউ বাজায় বাঁশী কেউ বা দেয় বিষের বাটি, কেউ মায়ার ফাঁসি! দিয়ে যাব , প্রভু, আমি চাইবো নাত কিছু আর জনমে মাটি কইরো, তাহার ঘরের পিছু । সাত সকালে বকুল ঝরে , সন্ধ্যায় দেয় বাতি দখিন হলে বাতাস বুকে , জোছনা ভরা রাতি এমনি মাতি তারে আমি ধারন করবো বুকে মইলে তাহার বিছান হবো , রইবো দুজন সুখে ! এমনি কেঁদে অঞ্চল বান্ধে , গুরুর পায়ে কাঁসা, পূজার শেষে যোগীর বেশে পথের ভালোবাসা ! ২৬/১২/২০০৬ ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।