আমাদের কথা খুঁজে নিন

   

অশ্লীল পোস্টঃ খাদ্যের অভাবে ক্ষুধা তৈরী হয়, প্রাচুর্যে নয়



[ইটালিক]মডারেটর আসিতেছে দুর্মুজ নিয়া, কয়েকটা অশ্লীল পোস্টের খায়েশ ছিল, আর দেরী করা যায় না। সুশীল পাঠকরা নিজ দ্বায়িত্বে পড়বেন, আমি জানি সারারাত পর্ন ডাউনলোড করতে করতে ক্লান্ত হয়ে অনেকে এখানে সুস্থ বিনোদনের আশায় আসেন, এই পোস্ট তাদের ভাল লাগবে না। [/ইটালিক] শ্লীলতা নিয়ে আমি মাঝে মধ্যে কনফিউজড হবার ভান করি। অনেক সময় ঠিকমত কনটেক্সট সুইচ করতে পারি না। না পারার জন্য অবশ্য নিজেকে দোষ দেই না, কারন নিজেই ভুলে যাই কখন কোন চরিত্রে অভিনয় করা উচিত।

যখন কলেজে যেতাম ঢাকায় থাকতে, শুক্রাবাদ রাজাবাজার এলাকায় একটা নেংটা পাগলী দেখাতাম মাঝে মধ্যে। আমার বয়সী আরও অনেকেই দেখত, বড়রাও দেখত নিঃসন্দেহে, ওই রাস্তার দোকানদাররা নিশ্চয়ই আরো বেশী পরিচিত ছিল পাগলীর সাথে। মাঝে মাঝে পাগলীর পিউবিক হেয়ার খুব ভালভাবে কাটা থাকত, বন্ধু-বান্ধবরা আলোচনা করেছি কাজটা আসলে কে করে। কে একজন বলছিল পাগলী নাকি গোয়েন্দা, হলেও হতে পারে, নাও হতে পারে, আসলে মনে হয় না হওয়ারই কথা, বাংলাদেশে বেতনভুক মহিলা গোয়েন্দা নেংটো হয়ে ঘুরে বেরাবে বিশ্বাস হয় না। পাগলদের নগ্নতা আমাদের দেশে অশ্লীল না বলেই মনে হয় (মহিলা পাগল সহ)।

আবার শিশুরাও অনেক বয়স পর্যন্ত নগ্ন থাকে, একবার গ্রামে গিয়ে প্রাক-কিশোরী মেয়েদেরকেও নগ্ন হয়ে পুকুরে গোসল করতে দেখেছি। আর কিশোরদের কথা বলাই বাহুল্য। মামাবাড়িতে গিয়ে একবার দেখি 14-15 বছরের এক মামাতো ভাই মুসলমানী হয়ে বিছানায় জনসমক্ষে উথি্থত হয়ে শুয়ে আছে। এরকম আরো উদাহরণ দেয়া যেতে পারে। এগুলোর কোনটাই আমাদের দেশে মনে হয় না অশ্লীলতা।

আবার এদের অনেকগুলোই পশ্চিমে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে অশ্লীলতা এবং অপরাধ। ঠিক এজন্যই কনফিউজড হবার ভান করতে হয়। আমার তো ধারনা নিরাভরণ থাকতে আসলে ভালই লাগে, সভ্যতার অনেকটা ওজন এক ধাপেই কমিয়ে দেয়া যায়। সমমনা বন্ধু-বান্ধবী সহ পোশাকবিহীন পার্টি করতে ভাল লাগারই কথা। অবশ্য কোনদিন অংশগ্রহন না করে থাকলে কেবল শুনে অনুভূতিটা ধরা কঠিন।

শোমচৌ একবার প্রকৃতিবাদ নিয়ে পোস্ট দিয়েছিলেন। ন্যুডিস্টদের দাবী তাদের ক্লাব/বীচ অশ্লীল নয়, হয়তো সত্যি, ওদের ক্লাবগুলোতে সাধারনত যৌনতা নিষিদ্ধ থাকে। বেশীরভাগ ন্যুডিস্ট ক্লাব ফ্যামিলি ওরিয়েন্টেড, বাবা-মা ছেলে মেয়েরা এক সাথে ন্যুড থাকে। আমার কাছে অবশ্য ন্যুড কিন্তু চিত্রিত শরীর সরাসরি চামড়া দেখানোর চেয়ে আকর্ষনীয় মনে হয়। বডি পেইন্টিং নতুন কিছু না, মানুষ বহু যুগ ধরেই এটা করছে যেমন ঠোটে লিপস্টিক, কপালে টিপ, মুখে মেকআপ দেয়া, উল্কি আকা ইত্যাদি।

আমাদের পাশের শহরে বছরে একবার এরকম একটা বডি পেইন্টিং নিয়ে স্ট্রীট ফেস্টিভাল হয়। সবার জন্য উন্মুক্ত, ছোট বাচ্চারা থেকে শুরু করে বুড়ো-বুড়ি সবাই দর্শক। গত বছর আমি আর আমার বন্ধু-বান্ধবরা গিয়েছিলাম দর্শক হিসেবে। ভালোমত খোজ খবর নিয়ে না যাওয়ায় যখন বডি পেইন্ট হচ্ছিল ঐ অংশটা মিস করেছি। আসলে ভীড়ের জন্য ঠিক কোথায় কি হচ্ছে বুঝে উঠতে পারছিলাম না।

কোনমতে রাস্তার পাশে দাড়ানোর জায়গা পাওয়া গেল। ওখানে দাড়িয়েই ছবিগুলো তুলেছি। এর আগে একবার মার্ডি গ্রা তে গিয়েছিলাম, মার্ডি গ্রার সাথে মিল আছে ওভালঅল থীমে। পেইন্টেড সাইক্লিস্টরা নানা বয়সের, তরুন-তরুনী থেকে দুএকজন বুড়োও আছে। বেশ কিছু ছবি দিলাম এখানে, [link|http://utsasblog.blogspot.com/2006/12/blog-post_25.html|e


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.