আমাদের কথা খুঁজে নিন

   

তুমি অশ্লীল হবে না

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

তোমার আলতো করে দেওয়া হাসিটা শুধু আমাকেই দেবে আর কাউকে না । তোমার চোখের তেরছা চাহনিটা শুধু আমাকেই দেবে আর কাউকে না । কৎবেলের আচার খেয়ে কার্মাত ভঙ্গিতে জিহবায় টংকার তুলবে না কারো সামনে, এ তীর শুধু আমার বুকে বিঁধবার জন্য । তোমার বিনুনী সাপের মত দোলাবে না কারো সামনে এই পিচ্ছিল সাপের ফনা শুধু আমার জন্য । তোমার প্রতিটি শব্দ আমার কবিতাকে স্বপ্নদেখায় তুমি কাউকে স্বপ্ন দেখাবে না এ স্বপ্ন শুধুই আমার ।

তোমার উচ্চারণ তোমার কথা তোমার হাঁটা তোমার ঘুম তোমার স্বপ্ন তোমার ছন্দ আমাকে কার্মাত করে আমাকে অশ্লীল করে ; তুমি কথা বলবে না কাজ করবে না স্বপ্ন দেখবে না বিনুনী বাঁধবে না হাসবে না তুমি ; তুমি রবে খাজুরাহোর প্রস্তর র্মূতির মত নিরেট নিথর কাব্য হয়ে অশ্লীলতার সংজ্ঞা হয়ে আমার গোপন উল্লাস হয়ে । তবুও তুমি রবে আমার অশ্লীল জীবনকে শ্লীলতার চাদরে উপস্থাপন করতে। ** অনেক শব্দ পরির্বতন করতে হবে। তরতাজা ছেড়ে দিলাম। ======================================= ১০ই জুন ,২০০৬ সকাল ১২:১৬ কলাম্বিয়া।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.