আমাদের কথা খুঁজে নিন

   

বিভীষিকা শেষ হয় একসময়

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

চেয়ারের হাতলে কাপড়গুলো স্তুপ হয়ে পড়ে আছে, ঘর্মাক্ত দেহ হতে সদ্য খোলা হয়েছে একটি শার্ট, ঘামের গন্ধ ছড়িয়ে পড়ছে এক কাপড় হতে অন্যে। ... জলহীন সরোবরে নর্দমার নালা এসে মিশেছে সরু পথে, রাতের গভীরে কোন এক তৃষ্ণার্ত পশু জল খেতে আসে অতি চেনা সরোবেরে; একটু পরেই ঐ পশুটার লাশ পড়ে থাকে ক্থমাইল দূরে, পঁচা লাশের দুর্গন্ধ পৌঁছে যায় নাকে নাকে অন্যসব পশুদের । ... রাতের নিস্তব্ধতা ধুম করে আছড়ে পড়ে বুকের পাঁজরে, ঘামের গন্ধ আর বনের বিভীষিকা চুরি করে নিয়ে যায় আঁধারে লুকানো রাতের কালো মেঘ। বুকের পাঁজরে ঈপ্সিত আঁচড়ে দাগ রেখে যায় কেউ আর ঘামের গন্ধে ঘামিয় মৌ মৌ যেন জুড়ে চারপাশ। পুরো ঘরময় ব্যবহৃত জামাকাপড় কত লুটোপুটি খায় , শুষ্ক সরোবরে নোংরা জল বনের পশুদের তাড়া করে ফেরে, রাতের আঁধারে ঘামের গন্ধে আশেপাশে ছুটে আসতে থাকে বনের পশুরা । ... চোখের আড়ালে মনে কারও ছায়া নড়েচড়ে ওঠে, বদ্ধ চোখে স্পষ্ট দেখা যায়- পাঁজরের আঁচড়ের পাশে এক অধরের ছাপ ... গভীর রাতে আগোছালো ঘর ছেড়ে নির্জন প্রাণহীন বনে অবস্থান আমার... শুষ্ক সরোবরে নদী হতে জল পৌঁছে যায় একক প্রচেষ্টায় কাটা খালে। সরোবরের নবজলে স্নান করে ঘরে ফেরে মন। বিভীষিকা এড়িয়ে , বাতাসে হারানো ঘামের দুর্গন্ধ ছাড়িয়ে খোলা চোখে স্পষ্ট দেখা যায় -বুকের পাঁজরে কেবলই অধরের ছাপ- কোন আঁচড় নয়। ১৮.০৫.০৫ ছবিঃ Jonas Gerred

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.