আমাদের কথা খুঁজে নিন

   

বছরের সেরা গান কোনটি? বছরের সেরা অ্যালবাম কোনটি?

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

বছরের সেরা গান কোনটি? ভালোবাসবো বাসবো রে বন্ধু [হাবিব] যায় দিন যায় একাকী [এসআই টুটুল] ভালো লাগে রাত ভালো লাগে চাঁদ [সামিনা চৌধুরী ও আসিফ] কি দেখার কথা কি দেখছি [হায়দার হোসেন] জাদু [হাবিব] আবার জিগায় [সঙুইজি] ওরে সামপানওয়ালা [সোনিয়া] গণতনত্র [মেহরীন] নবীনা [পুনম] বুঝছো [প্রেয়ার হল] বছরের সেরা অ্যালবাম কোনটি? হূদয়ের কথা [হূদয়ের কথা ছবির সাউন্ডট্র্যাক, পরিবেশনা : লেজার ভিশন], শোনো [হাবিবের সলো, পরিবেশনায় লেজারভিশন], হ ওরে সামঙ্ানওয়ালা [ওরে সামঙ্ানওয়ালা ছবির সাউন্ডট্র্যাক, পরিবেশনায় গানচিল] সংসার [আসিফের সলো, পরিবেশনায় সাউন্ডটেক] জীবন [আইয়ুব বাচ্চুর সলো, পরিবেশনায় সংগীতা] জীবনত কিংবদনতী শাহ আব্দুল করিম [বিভিন্ন শিলপীর কণ্ঠে গাওয়া শাহ আব্দুল করিমের গান নিয়ে মিক্সড অ্যালবাম, পরিবেশনায় সাউন্ড মেশিন] ঝুটঝামেলা [সোলসের ব্যান্ড অ্যালবাম, পরিবেশনায় গানচিল] ভেরিয়েশন নং 25 [ফুয়াদের সঙ্গীতায়জনে মিক্সড অ্যালবাম, পরিবেশনায় আরশি] বুঝছো [প্রেয়ার হলের ব্যান্ড অ্যালবাম, পরিবেশনায় বেঙ্গল মিউজিক] ফেলে আসা [ মিলার সলো, পরিবেশনায় সংগীতা] ডাক [যাত্রীর ব্যান্ড অ্যালবাম, পরিবেশনায় জি সিরিজ]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.