আমাদের কথা খুঁজে নিন

   

ধ্যানি হবার ধ্যান

জীবনের গল্প বলে যাই গল্পের মতো করে...

সুরম্য অট্টালিকা চাইনা। চাইনা এক্সিস হলিডের লোভনীয় প্যাকেজ টু্যরের কাঙ্খিত রাত। চাই কেবল তোমার চুলের সম্মোহনী ঘ্রাণ যেখানে আমি হবো চঞ্চল হরিণ খুঁজে নেব সবুজ অরণ্য। ভিজু্যয়াল এ্যাডের কোন আবেদনময়ী মডেল কিংবা সাইন কো'র মনোমুগ্ধকর গ্রাফিক্স এসবের কোনটার প্রয়োজন নেই আমার যদি স্পর্শ কর অন্তত একবার দেখবে আচমকা হয়ে গেছি কোন ধ্যানরত মহাপুরুষ। যদি বল সহচর হবে, রবীন্দ্রনাথের সাথে দিয়ে দেব আড়ি নিমগ্নে আবৃত্তি করবো তোমাকে।

তোমার দাড়ি, কমা, শব্দচরন, অনুপ্রাস, উৎপ্রো, অবলিলায় মুখস্থ করব পিচ্ছি বেলার বর্ণমালার মত। কবিতাটা আমার নয়। আমার কবি বন্ধু জাকির সাইমন গত পরশু এই কবিতা প্রসব করেছেন। তার কবিতার প্রথম পাঠক আমি। আমার দারুণ লেগেছে।

তাই সামহোয়ারের ব্লগারদের জন্য ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.