আমাদের কথা খুঁজে নিন

   

ইডেন ছাত্রীদের জোর করে মহাসমাবেশে নেওয়া হলো

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

রাজধানীর ইডেন কলেজের সেই বহুল আলোচিত ছাত্রদল নেত্রীদের হাতে আবার মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের শিকার হলো কলেজের সাধারণ ছাত্রীরা। এবার কলেজের হোস্টেলে অবস্থানকারী 500 ছাত্রীকে জোর করে রাজধানীর পল্টন ময়দানে বিএনপি-জামাত জোটের মহাসমাবেশে যেতে বাধ্য করে স্থানীয় বিএনপি নেতা সাবেক সাংসদ নাসির উদ্দিন পিন্টুর মদদপুষ্ট ছাত্রদল নেত্রীরা। মহাসমাবেশ যেখানে শুর" বেলা 2টায় সেখানে ছাত্রীদের সকাল সাড়ে 9টার মধ্যেই কলেজ থেকে জোর করে বাসে তুলে পল্টন ময়দানে নিয়ে যাওয়া হয়। সমাবেশ শেষ হওয়ার পূর্ব পর্যনত্দ এই ছাত্রীদের সেখানে অবস্থান করতে বাধ্য করে নেত্রীরা।

ঘটনার সত্যতা স্বীকার করেছেন কলেজের অধ্যক্ষ জাহান-ই-গুলশান। গতকালের মহাসমাবেশে যেতে হবে আগের রাতেই এমন নির্দেশ জারি করে নেত্রীরা। তারা গভীর রাতে র"মে র"মে গিয়ে জানায়, মহাসমাবেশে না গেলে পিটিয়ে হোস্টেল থেকে আজীবনের জন্য বের করে দেওয়া হবে। এমন হুমকির মুখে ছাত্রীরা পালানোর চেষ্টা করলেও রক্ষা পায়নি অসহায় ছাত্রীরা। নির্যাতিত শতশত ছাত্রীর অভিযোগ গভীর রাতে কলেজের কয়েকজন আবাসিক শিক্ষিকা হোস্টেলে আসলেও নেত্রীদের হুমকির মুখে ছাত্রীদের অসহায় অবস্থায় রেখেই চলে যান।

সকাল সাড়ে 9টায় বিকল্প পরিবহন ও সেফটি পরিবহনের 4টি বাসে গাদাগাদি করে প্রায় 500 ছাত্রীকে সমাবেশে নিয়ে যায় নেত্রীরা। যারা যেতে অস্বীকার করেছে, তাদের নির্যাতনের ভয় দেখিয়ে গাড়িতে তোলা হয়েছে। জানা গেছে আগের রাতে ছাত্রদল নেত্রী র"বিনা, র"না, রূপালী, হ্যাপি, জেনি, রোজি, সীমা, রেহানা, উর্মি, কেয়াসহ 15/20 জন ছাত্রদল নেত্রী চড়াও হয় বিভিন্ন হোস্টেলের ছাত্রীদের ওপর। সূত্র জানায়, এরা সরাসরি রাত 12টার সময় জেবুন্নেসা, রাজিয়া এবং আয়শা সিদ্দিকা হলের প্রতিটি র"মে গিয়ে সকালে তাদের সঙ্গে পল্টনে যাওয়ার নির্দেশ দেয়। ছাত্রীরা প্রথমে যেতে অপারগতা প্রকাশ করলে নেত্রীরা এ খবর জানায় কলেজের প্রভাবশালী নেত্রী ছাত্রদল সভাপতি নিশিতাকে।

খবর পেয়ে এই নেত্রী অন্য নেত্রীদের নিয়ে বিভিন্ন র"মে গিয়ে সরাসরি হুমকি দেয়। যারা ডাইনিঙে গিয়ে রাতের খাবার নিয়েছে এমন ছাত্রীদের তালিকা নিয়ে ছাত্রদল নেত্রীরা তাদের র"মে যায়। তারা স্পষ্ট জানিয়ে দেয় সকালে পল্টন ময়দানে না গেলে পিটিয়ে হল থেকে বের করে দেওয়া হবে। নির্যাতিত ছাত্রীরা জানিয়েছে, হোস্টেলে অবস্থান করছে এমন খবর যাতে কেউ না জানতে পারে সেজন্য অনেক ছাত্রী র"মে বাইরে থেকে তালা মেরে ভেতরে বসে থাকে। কিন' তাও জেনে যায় নেত্রীরা।

অনেকে বাঁচার জন্য বাথর"মে লুকানোর চেষ্টা করলেও নেত্রীদের কবল থেকে রক্ষা পায়নি। জানা গেছে, যারাই পালানোর চেষ্টা করেছে বা যারা নেত্রীদের কথা অমান্য করার চেষ্টা করেছে তাদেরই নির্যাতন করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছে, নির্যাতনের ভয়েই ছাত্রীরা জোটের মহাসমাবেশে যেতে বাধ্য হয়েছে। অভিযোগের ব্যাপারে কলেজের অধ্যক্ষ জাহান-ই-গুলশান ঘটনার সত্যতা কিছুটা হলেও স্বীকার করে বলেন, হঁ্যা কিছু খবর আমরা পেয়েছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.