আমাদের কথা খুঁজে নিন

   

ঘসেটি বেগম

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আমাদের স্কুল লেভেলে ক্লাস নাইনে '' সিরাজউদ্দৌলা '' নাটকটা পড়ানো হইতো। যেদিন ক্লাসে ঘসেটি বেগমের মতিঝিলে চাপ চাপ অন্ধকারের নীচে চক্রান্ত অংশটা পড়ানো হলো, তার পরদিন দক্ষিণ নালাপাড়া আহসানউল্লাহ স্যারের কাছে পড়তে গিয়েছি। সুমনের সাথে দেখা। ওর হাতে ব্যান্ডেজ। কি হইছে দোস্ত ? ওর কথা শোনার পর আমার আক্কেল গুড়ুম। যেদিন ক্লাস হলো সেদিন রাতে , ও স্বপ্নে সিরাজউদ্দৌলা নাটক টা পুরো মঞ্চস্থ করে ফেলেছে , কিংবা বলা উচিত স্বপ্নস্থ করে ফেলেছে। যখন ঘসেটি বেগম যখন স্বপ্নে আর্বিভূত হলো , ও রাগের চোটে দিছে ঘুসি চালাইয়া । সেই ঘুসি লাগছে ওর পাশের দেয়ালে, এবং হাত ছিলে গেছে। এখন আমাদের একটা নাটক লিখা অত্যন্ত জরুরী যেটার নাম হবে , '' ইসলামী আন্দোলন " এবং ঘসেটি বেগমের চরিত্রে থাকবে জামায়াতে ইসলামী ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।