আমাদের কথা খুঁজে নিন

   

সেনা টহলে পাল্টে গেছে রাজশাহীর চিত্র; জনমনে স্বস্তি : সন্ত্রাসীরা আত্মগোপনে



চলমান রাজনৈতিক অস্খিরতায় দেশের ক্রমাবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্খিতির উন্নতি, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার তথা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য গত রোববার থেকে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এরই অংশ হিসেবে রাজশাহী মহানগরীর তিনটি পয়েন্ট এবং জেলার উপজেলা পর্যায়ে সেনাসদস্যরা গত রোববার থেকে অবস্খান নিয়েছে। এরপর থেকেই সেনাসদস্যদের টহল জোরদার করা হয়েছে। নগরী ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, সেনা মোতায়েনের পর থেকেই রাজশাহীর পুরো চিত্র পাল্টে গেছে। রাজনৈতিক অস্খিরতার সুযোগে যে সব সন্ত্রাসী বেরিয়ে এসেছিল তারা আবারও আন্ডারওয়ার্ল্ডে আত্মগোপনে চলে গেছে।

রাস্তাঘাটে রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও বাড়াবাড়ি এবং উত্তেজনা কমে গেছে। জানা গেছে, সেনাসদস্যরা নিয়মিতই দিনরাত টহল দিচ্ছে। ক্রাইমজোন ও স্পর্শকাতর এলাকাগুলোতে সেনা টহল জোরদার করা হয়েছে। এ কারণে নগরীর নিত্যদিনের ঘটনা চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি এবং সংঘাত-হানাহানিসহ কোনো অপ্রীতিকর ঘটনা গত তিন দিনে ঘটেনি বললেই চলে। এতে নগরবাসী মনে করছেন, সেনাবাহিনীর আগমনেই রাজশাহীতে আবারও শান্তি ফিরে এসেছে।

সেনা টহলের কারণে পুলিশ ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনেও সতর্কতার সৃষ্টি হয়েছে। তাদের স্ব স্ব ক্ষেত্রে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের চিত্র লক্ষ্য করা যাচ্ছে। ট্রাফিক পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে নগরীতে যানজট নেই বললেই চলে। সব মিলেই রাজশাহীতে এখন সব ধরনের অপরাধ কমে গেছে। সেনা মোতায়েনের আগে জোট সরকার দায়িত্ব গ্রহণের পর রাজশাহীতে বিভিন্ন ধরনের অপরাধের ঘটনা উদ্বেগজনকহারে বেড়ে যায়।

গত এক মাসে রাজশাহীতে ১২টি খুনের ঘটনা, ২৫টি সন্ত্রাসী-সংঘর্ষের ঘটনা এবং অসংখ্য চুরি-ছিনতাইয়ের ঘটনা ঘটে। শুধু নগরীর চার থানায় শতাধিক চুরির-ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বেশ কয়েকটি বাস ডাকাতির ঘটনাও ঘটে। এসব ঘটনায় সর্বস্ব হারিয়েছেন অনেকে। এসব ব্যাপারে থানায় একাধিক মামলা হলেও পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি।

উদ্ধার হয়নি লাখ লাখ টাকার সম্পদ। এ ছাড়াও সর্বহারা অধ্যুষিত উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সর্বহারা ক্যাডাররা প্রকাশ্যে বেরিয়ে এসেছিল। অনেক সন্ত্রাসীও রাজনৈতিক ছত্রছায়ায় প্রকাশ্যে মিছিল সমাবেশ করছিল। এসব কারণে রাজশাহীর আইনশৃঙ্খলা অবস্খার ক্রমাবনতিতে মানুষের মধ্যে চরম আতঙ্ক, উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছিল। এদিকে গত রোববার থেকে সেনা মোতায়েনের ফলে সর্বস্তরের মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.