আমাদের কথা খুঁজে নিন

   

হাত বাড়িয়ে দাও

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

হাত বাড়িয়ে দাও জলের দামে কষ্ট দেবো অনেক দূরে অনেক কাছে গভীর ব্যথা বুকের ভাঁজে নীলচে কোনো অশ্রু দেবো হয়তো তোমার নিজের মতো স্বপ্ন আছে কিছু থাকুক তবে হয়তো তোমার স্বপ্নগুলো গভীর রাতে একলা কাঁদে লেগে গেছে কোনো জীবনের সুর হেঁটে যেতে হবে অনেকটা দূর হাসবে আকাশ হাসবে নদী হাসবে রোদ্দুর মোর হাতে যদি দাও এই হাত এ দাঁড়াবে নতুন প্রভাত ঘুচে যাবে সব আঁধারের ভয় ঘুচে যাবে এই রাত তবু হাত বাড়িয়ে দাও হাত বাড়িয়ে দাও... .. জলের দামে নিজেকে দেবো... .. হাত বাড়িয়ে দাও কাঙাল হবার স্বপ্ন দেবো অবাক চোখে তাকিয়ে থাকা লাজুক মেয়ের চোখে আঁকা মিষ্টি কোনো গল্প দেবো মিষ্টি কোনো গল্প দেবো... .. ============================== লিংকঃ হাত বাড়িয়ে দাও

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।