আমাদের কথা খুঁজে নিন

   

নির্যাতনেই শামীমের মৃত্যু, ওসির শাস্তির সুপারিশ

‘প্রশাসনিক অদক্ষতা ও দায়িত্বে শৈথিল্য’ দেখানোর অভিযোগে জেলা পুলিশের তিন সদস্যের তদন্ত কমিটি তার বিরুদ্ধে এ সুপারিশ করেছে।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এস এম আশরাফুজ্জামান গত মঙ্গলবার নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের কাছে এই প্রতিবেদন দেন।
নির্যাতনের কারণেই শামীম রেজারের মৃত্যুর বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় প্রতিবেদনে সোনারগাঁওয়ের পরিদর্শক (তদন্ত) অরূপ তরফদার ও এসআই পল্টু ঘোষকে প্রত্যাহার এবং এএসপি (বি সার্কেল) উত্তম প্রাসাদকে বদলির সুপারিশ করা হয়েছে।
অবশ্য এর আগেই পুলিশ সদর দপ্তরের তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে ওই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর চার খুনের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গত ১৪ মে প্রতাপেরচর গ্রামের আলাউদ্দিনের ছেলে শামীম রেজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এর দুদিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
শামীমের স্ত্রী সাবিকুন্নাহার তুলি সে সময় অভিযোগ করেন, দাবি অনুযায়ী টাকা না দেয়ায় পুলিশ তার স্বামীকে নির্র্যাতন করে মেরে ফেলেছে।
থানা পুলিশ অভিযোগ অস্বীকার করলেও ওইদিনই তিন সদস্যের এই তদন্ত কমিটি করা হয়।
গত ১৯ এপ্রিল রাতে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়িকে ঢুকে দুর্বৃত্তরা তার দ্বিতীয় স্ত্রী শামীমা ইসলাম সুমা, শ্যালক কুতুবদ্দিন রানা ও দুই গৃহকর্মী রেখা ও মনিকে গলা কেটে নির্মমভাবে হত্যা করে।
নারায়ণগঞ্জ পুলিশের দাবি, শামীম ১৬৪ ধারার জবানবন্দিতে এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।