আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা-1

মন'রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইলো পতিত, আবাদ করলে ফলতো সোনা

আমার সমগ্র ছাত্রজীবনে (যেইটা এখনো চলতাছে) একটা জিনিস কনস্ট্যান্ট ছিল। পরীক্ষার আগের দিন মনটা বাউলা হইয়া যায়, দুনিয়ার সবকিছু ভাল লাগে। ঘ্যাস ঘ্যাস কইরা জুতা টাইনা যে লোক হাইঁটা যায় ঐ আওয়াজ ও ভাল লাগে। আগের রাতে ঢাকার বাইরে যাওয়ার লাইগা মন আঁকুপাকু করত। পড়তে আর মন চাইতো না।

পরীক্ষার দিন সকালে মনে হইতো কর্াজন হলে যেন বিশ্বসুন্দরী প্রতিযোগীতার আয়োজন হইছে , এবং প্রত্যেকটা মেয়েই কইলজা উথাল-পাথাল কইরা দিতো। মনে হইতো আহারে পরীক্ষা না হইলে আমার আকাশে চাঁদ-তারার মেলা বসায়া দিতাম। পরীক্ষার হল থেইকা বাইর হওনের ঘন্টা খানেক যাবৎ মন ফুরফুরা থাকতো। যতক্ষণ জাহাংগীর ভাইয়ের শেড-এ চা-বিড়ি চলতো। তখন মনে হইতো শালার আমি হইলাম ঢাকা শহরের রাজা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।