আমাদের কথা খুঁজে নিন

   

আর্জেন্টিনায় বুশ তনয়ার পার্স চুরি!

আমাদেরই আশেপাশে...

। । ইত্তেফাক ডেস্ক । । মার্কিন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকা সত্ত্বেও আর্জেন্টিনায় জর্জ ডবিস্নউ বুশের দুই জমজ কন্যার একজনের পার্স চুরি হয়েছে।

এই ঘটনায় আর্জেন্টিনা বিব্রত হয়েছে এবং যুক্তরাষ্ট্রে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঝানু গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আর্জেন্টাইন চোরের এই হাতসাফাইয়ের ঘটনা উভয় দেশে বিস্ময়ের সৃষ্টি করেছে। খবর সিএনএন, বিবিসি ও এএফপির। আর্জেন্টিনার আইন প্রয়োগকারী সংস্থার একজন কর্মকর্তা মঙ্গলবার বার্তা সংস্থাকে জানান, রাজধানী বুয়েনস আইরেসের একটি রেস্টুরেন্টে বুশের দুই জমজ কন্যা বারবারা এবং জেনা বুশ ডিনার করার সময় কোনো এক ফাঁকে এই পার্স চুরির ঘটনা ঘটে। সিএনএন জানায়, পার্সটি ছিল জ্যেষ্ঠ কন্যা বারবারার (24)।

পার্সের মধ্যে ছিল তার পার্সোনাল মোবাইল ফোন, কয়েকটি ক্রেডিট কার্ড এবং নগদ অর্থ। উলেস্নখ্য, ছুটি কাটানোর জন্য বুশ কন্যারা গত তিন সপ্তাহ যাবৎ আর্জেন্টিনা ভ্রমণ করছেন। ল্যাটিন আমেরিকার মধ্যে সবচে' নিরাপদ 'টুরিস্ট রিজর্ট' হিসেবে বুয়েনস আইরেসের সুনাম আছে। সূত্র জানায়, ডিনার করার সময় বারবারা বুশ তার পার্স টেবিলের নিচে রেখেছিলেন, এ সময় নিরাপত্তা ক্ষীরা দূরে অবস্থান করছিল। কোনো এক ফাঁকে দুইজন চোর এই কাণ্ড ঘটায়।

(ক্লোজআপহাসি)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।