আমাদের কথা খুঁজে নিন

   

সমাজসেবী আনিকা



নিকাহ আমি করবোনা ভাই যতই বলুক আনিকা বিয়ের পরে কাটবে পকেট মিলে শালা শালিকা এইতো আছি বেজায় ভাল একা একা মহা সুখে বিয়ের নামে ফাঁস লাগিয়ে মরবো নাকি ধুঁকে ধুঁকে কামলা খেটে যতই কামাই বউ করবে খবরদারি নিত্য নতুন হাজার বুটির চাইবে সে যে গয়না শাড়ি না দিলে সে ছাড়বে কেন বাপের বাড়ীর আব্দার যেন তাইতো বলি আনিকা দেবী নাইবা হলেন সমাজসেবী একটু যদি দয়া করেন অন্যদিকে চোখ ফেরান দেখবেন কত অভাজন গাইছে মুখে বিয়ের গান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।