আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদনী রাতের গল্প

প্রতিক্ষীত সেই কথাগুলো... মালা সাজিয়ে দিলাম... চাঁদনী রাত আঁধফালি চাঁদ; গাড়ি চলে বিরামহীন, আমি গাড়ির সিটে জানালার পাশে; বাতাস লাগে শিন শিন। মনটা ব্যকুল কষ্টে আকুল; চায়না যেতে অবুজ মন, ভাবনা গুলো উড়ায় ধূলো; আসবে কবে শুভক্ষন। সময় বাড়ে জাপটে ধরে; দু'টি মনের মধুর টান, দু'জন দুদিক মাঝে ফারাক; হৃদয় কাটে কষ্টবান। ভাবনার নদী হারায় গতি; উপছে পড়ে ক্লান্ত ঢেউ, মাতাল হিয়া পাগল পারা; দুঃখ কতো বুঝে কেউ? রাত বাড়ে মন কাড়ে; আকাশ ভরা কত তারা, একা আমি দুরে তুমি; উদাসি মন বাঁধন হারা। হৃদয় নাচে কাছে টানে; মিলনের ওই শুভক্ষন, বাক্ রূদ্ধ বাঁধায় যুদ্ধ; থমকে দাঁড়ায় পাষান মন। চলতি পথে হুছট লাগে; জলে ভিজে যায় চোখ, সুখের দেখা ভাগ্যে লেখা; ঘুচবে কবে এ দুঃখ? দু'টি মন সারাক্ষণ; কষ্ট কিছু অল্প, রাত ভোর লেখা শেষ; চাঁদনী রাতের গল্প ।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৪৮ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।