আমাদের কথা খুঁজে নিন

   

উন্নয়ন বিলবোর্ডে এবার ঢেকে গেছে সিলেট

ঢাকার পর এবার সিলেটে রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছে মহাজোট সরকারের উন্নয়নের বিলবোর্ড। এসব ব্যানারে সরকারের পৌনে ৫ বছরের দেশব্যাপী উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। তবে বিলবোর্ডগুলোতে স্থানীয় উন্নয়নের কোনো চিত্র স্থান পায়নি। জাতীয় উন্নয়ন দিয়ে সাজানো বিলবোর্ডগুলো বেশির ভাগই বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের ওপর লাগানো হয়েছে। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে এসব ব্যানার-বিলবোর্ড লাগানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সিলেট নগরীর বন্দরবাজার, কোর্টপয়েন্ট, রিকাবিবাজার, আম্বরখানা, জেলরোডসহ নগরীর গুরুত্বপূর্ণ প্রায় সব পয়েন্টে লাগানো হয়েছে সরকারের উন্নয়নের ফিরিস্তির ব্যানার। আগে এসব বিলবোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন শোভা পেলেও গত শনিবার থেকে এগুলো ঢেকে গেছে সরকারের উন্নয়ন চিত্রে। নগরী ছাড়াও জেলার সবক'টি উপজেলায় সাঁটানো হয়েছে বর্তমান সরকারের উন্নয়নের ডিজিটাল ব্যানার।

সরেজমিন বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন খ্যাতনামা কোম্পানির বিজ্ঞাপনের বিলবোর্ডে সাঁটানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সংবলিত উন্নয়নের চিত্র। ডিজিটাল বাংলাদেশ গড়তে গৃহীত পদক্ষেপ তথা সামাজিক নিরাপত্তা, পল্লী অঞ্চলের দারিদ্র্য বিমোচনের উদ্যোগ, বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ অর্জন, বিগত সরকারের সাড়ে চার বছরের শাসনামলের তুলনামূলক চিত্র, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, মানবসম্পদ, যোগাযোগ ও ভূমি অবকাঠামোর উন্নয়ন এবং মুুক্তিযোদ্ধাদের কল্যাণে নেওয়া কর্মসূচি স্থান পেয়েছে এসব ডিজিটাল ব্যানারে।

শনিবার রাতে নগরীসহ উপজেলা পর্যায়ে বিলবোর্ডের ওপর এসব ব্যানার সাঁটানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সিলেট সিটি করপোরেশনের এক কর্মকর্তা জানান, বিলবোর্ডগুলোতে বিভিন্ন কোম্পানির প্যানা সাঁটানো ছিল। অনুমতি ছাড়াই এসব বিলবোর্ডের বিজ্ঞাপন ঢেকে উন্নয়নের ব্যানার লাগানো হয়েছে। এতে করে বিলবোর্ডের মালিকরা কিছুটা ঝামেলায় পড়েছেন বলে তিনি অভিযোগ পেয়েছেন। তবে প্রধানমন্ত্রীর সিলেট সফর শেষে ব্যানারগুলো নামিয়ে ফেলা হতে পারে বলে মনে করছেন ওই কর্মকর্তা।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বিরোধী দলের অপপ্রচার বন্ধে ও বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে জনগণকে অবহিত করতে এসব প্রচারণা। নগরী ছাড়াও সিলেটের সব উপজেলায় সরকারের উন্নয়নের বিলবোর্ড লাগানো হয়েছে বলে জানান তিনি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।