আমাদের কথা খুঁজে নিন

   

শহর কেন্দ্রিক এফএম বেতার

ডি এক্সিং-এর কথা বলে

সমপ্রতি ঢাকা এবং ঢাকার আশেপাশের শ্রোতাদের জন্য রেডিও টুডে ও রেডিও ফুর্তি নামে দুইটি বেতার আত্বপ্রকাশ করেছে। বর্তমানে রেডিও টুডে ও রেডিও ফুর্তি 24 ঘন্টা পরীামূলক ভাবে অনুষ্ঠান সমপ্রচার করছে। এ বেতার গুলোতে থাকছে ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন স্থান হতে সরাসরি রিপোর্ট, আবহাওয়া, কাঁচাবাজারসহ দৈনন্দিন বাজারের মূল্য, বিনোদনসহ আরও নানান তথ্য। বিটিআরসি হতে প্রাপ্ত 4টি প্রাইভেট বেতারকে ফ্রিকোয়েন্সি বরাদ্ধ করা হয়েছে। এই 4টি এফএম বেতার হলো: রেডিও টুডে, রেডিও ফুর্তি, আয়না ব্রডকাষ্টিং (এবিসি) ও ইউনিওয়েভ রেডিও।

রেডিও টুডের ফ্রিকোয়েন্সি 89.60 কিলোহাটর্জ। ঢাকা এবং ঢাকার আশেপাশের শ্রোতাদের জন্য খুবই স্পষ্ট শোনা যাচ্ছে। রেডিও টুডের ট্রান্সমিটার ক্যাপাসিটি পাওয়ার 10 কিলোওয়াট। আয়না ব্রডকাষ্ট এর ফ্রিকোয়েন্সি 90.4 কিলোহাটর্জ, রেডিও ফুর্তি'র ফ্রিকোয়েন্সি 98.4 কিলোহাটর্জ। অন্যদিকে এবিসি এবং ইউনিওয়েভ সমপ্রচার কার্য্যক্রম শুরু করতে অনেক সময় লাগবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এদিকে সরকারী নিয়ন্ত্রনাধীন ট্রাফিক রেডিও তারা ইতিমধ্যে শ্রোতাদের কাছ থেকে জনপ্রিয়তা অর্জন করতে সম হয়েছে। বর্তমানে ট্রাফিক রেডিওর ফ্রিকোয়েন্সি 103.20 কিলোহাটর্জ। বাংলাদেশ সময় সকাল 7:30 মিনিট থেকে 11:00 টা এবং দ্বিতীয় অধীবেশন বিকেল 3:30 মিনিট থেকে সন্ধ্যা 7:30 মিনিট পর্যন্ত। এ বেতারে থাকছে ট্রাফিক খবরা খবর, আবহাওয়া, বিনোদন আর ট্রাফিক সম্পর্কিত নানান টিপস্। ইতিমধ্যে একটি এফএম বেতার রেডিও মেট্রোওয়েভ বন্ধ হয়ে গেছে।

জানা যায় আর্থিক অনটনই এর প্রধান কারণ। সরকারী অর্থ বকেয়া পড়ায় এই বেতারটি বন্ধ হয়ে যায়। উল্লেখ্য যে, রেডিও মেট্রোওয়েভ তাদের নিজস্ব ট্রান্সমিটার না থাকায় সরকারী ট্রান্সমিটার ভাড়া করে কার্য্যক্রম পরিচালনা করে আসছিল। বিবিসি বাংলা বিভাগ ঢাকা এবং তার আশেপাশের শ্রোতাদের জন্য অনুষ্ঠান সমপ্রচার করে এফএম 100.00 মেগাহাটর্জে। বিবিসি'র ঢাকা'র ট্রান্সমিটার ক্যাপাসিটি পাওয়ার 2 কিলোওয়াট।

ভয়েস অব আমেরিকা তারাও ঢাকাসহ ঢাকার বাইরের শ্রোতাদের জন্য এফএম সমপ্রচার করে থাকে (ঢাকা, খুলনা, সিলেট এবং চট্রগ্রাম শহরে)। ভয়েস অব আমেরিকা ঢাকা'য় এফএম 97.60 মেগাহাটর্জে, ট্রান্সমিটার ক্যাপাসিটি পাওয়ার 5 কিলাওয়ার্ট। খুলনা এবং সিলেট 105.00 মেগাহাটর্জে, ট্রান্সমিটার ক্যাপাসিটি পাওয়ার 1 কিলোওয়াট এবং চট্রগ্রাম 105.4 মেগাহাটর্জে, ট্রান্সমিটার ক্যাপাসিটি পাওয়ার 2 কিলোওয়াট। ভবিষ্যৎএ এফএম বেতারের আরও বিপ্লব ঘটতে যাচ্ছে। আর সেই সব কথা মাথায় রেখেই বিভিন্ন মোবাইল কোম্পানী তাদের মোবাইলে এফএম বেতারের সুবিধা প্রদান করছে।

আই মোবাইল, নোকিয়া এবং সিমেন্স ও বেনকিউ বিভিন্ন মোবাইল এই এফএম সুবিধা প্রদান করছে। আই মোবাইল ইন্টারন্যাশনালের সহযোগিতায় আই-ইনফোমিডিয়া ও রেডিও টুডে আই-লাইফস্টাইল নামে একটি নতুন ধারার মোবাইল কনটেন্ট চালু করতে যাচ্ছে। অথার্ৎ এখন থেকে মোবাইলের মাধ্যমে এফএম বেতার 24 ঘন্টা অনুষ্ঠান শোনা যাবে। আরও বিস্তারিত জানতে বাংলাদেশ বেতারে ফোন করা যেতে পারে। ফোন নম্বর গুলো হল: 8615294, 8615459; বিটিআরসি: 893917, 9891878; রেডিও টুডে: 88292931।

- মো. মিজানুর রহমান, সিরাজগঞ্জ, বাংলাদশ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।