আমাদের কথা খুঁজে নিন

   

ধানসিড়ি আর রবিনহুড

পরির্বতনের সময় এখন....

একসময়কার জনপ্রিয় মেঘা সিরিয়াল "দি ইয়ং রবিনহুড" সবাই দেখেছেন নিশ্চই ? আর না দেখে থাকলেও শুনেছেনতো অবশ্যই। সেই মেঘাসিরিয়াল এর নায়কের ভক্ত ছিলো বেশীরভাগ মেয়েরাই .. শুধু মেয়েদের কথা বললেও ভুল হবে, ছেলেরাও পছ্ন্দ করতো..... আমিও নিজেও ছিলাম..... সিরিয়াল শুরু হলে আর কোন কথা নাই সোজা টিভির সামনে .....শেষদিকে অবশ্য টিভি দেখার প্রতি আমার মোহ ধীরে ধীরে কমে যায় .....আর এখন তো খেলা আর কমেডিয়ান কিছু ছাড়া অন্য কিছু দেখার প্রতি তেমন মোহ নেই........ এবার আসা যাক ধানসিড়ি ভাইয়ের কথায়, প্রথম যেদিন প্রাপ্তির বাসায় ধানসিড়ি ভাইকে দেখেছিলাম সেদিনই আমার কাছে ধানসিড়ি ভাইয়ের মাঝে আমি রবিনহুড এর খানিকটা অবয়ব খুজে পাইছি ....তয় একটু খাটো এই আরকি ....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।