আমাদের কথা খুঁজে নিন

   

আমি বিম্ময়ে হতবাক!!!!!!!!!!!!

হিজিবিজি

কাল সরাদিন ঘরে বসে কাটিয়েছি আর প্রতি ঘন্টায় সংবাদ দেখেছি। আর উৎকনঠায় সময় পার করেছি। টিভি চ্যানেলগুলো যে সাহস দেখিয়েছে তাতে তারা অবশ্যই ধন্যবাদ পাবার যোগ্য আর সেই সাথে সমগ্র বাংলাদেশীদের তথা মানবজাতির পক্ষ থেকে ধিক্কার পাওয়া উচিৎ সেই সমস্ত তথাকথিত জননেতাদের যারা এই বিশাল জনগণকে পরস্পরের প্রতি প্রতিহিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে। আসুন এই নেতাদের কে বয়কট করি । অবশেষে আমি উপলব্ধি করতে পারলাম বাংলাদেশের কোন রাজনৈতিক দল কখরোই দ্বায়িত্ব শীলতার পরিচয় দেয়নি ।

সবর্দা তারা নিজেদের সার্থ সিদ্ধির দিকে নজর দিয়েছে। এমনকি বিরোধী দল ও তার ব্যাতিক্রম নয়। তারও নিজেদের কাযর্করী রাখেনি । যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না বরং পারিবারিক রাজতন্ত্র তথা পরিবারতন্ত্র নিয়ে ব্যস্ত তাদের কাছে একটা দেশে গণতন্ত্রের চর্চা আশা করাটাই ভুল। যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্রের চর্চা করতে পারে না বরং পারিবারিক রাজতন্ত্র তথা পরিবারতন্ত্র নিয়ে ব্যস্ত তাদের কাছে একটা দেশে গণতন্ত্রের চর্চা আশা করাটাই ভুল।

আমার তো মনে হয় তারা বড় একটা ভুল করেছে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থার প্রবর্তন করে । কেন না গনতান্ত্রিক ব্যাবস্থার প্রতি তাদের শ্রদ্ধাবোধ থাকলে এই অন্তর্বর্তী কালীন নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের কি প্রয়োজন ? তারা কি ভেবে বসে থাকেন যে যার অধীনে নির্বাচন হবে তিনি পক্ষপাতিত্ব করবেন? আর গত কাল জনরোষের যে চিত্র দেখলাম তাতে মনে হলো মানুষের সহনশীলতা অনেক কমে গেছে । এর জন্য দায়ী কে এই অবস্থা তো তৈরী করে দিয়েছে সরকার আর বিরোধীদল । যদিও সরকারের দায়ভার অনেক বেশী। নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি সরকারী আর বিরোধী দলীয় নেতারা সংসদে যান তামাশা করতে ।

আলোচনা যেটা মুক্ত ভাবে সংসদে হতে পারে তাতে তাদের বিশ্বাস নেই । তাহলে যে জনগণের সাথে প্রতারণ ফাস হয়ে যাবে । এজন্য তারা কি করেন ? তারা সংসদের মেয়াদ কোন রকমে টেনেটুনে শেষ করে মহাসচিবদের পাঠান সংলাপে । যাতে উভয়ের স্বার্থ বজায় থাকে । পৃথিবী চেয়ে দেখ যে দেশ থেকে শান্তিতে নোবল পুরস্কার পায় যে দেশে সেই দেশে শান্তির নমুনা দেখ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.