আমাদের কথা খুঁজে নিন

   

টেলিটক

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

টিএন্ডটির মোবাইল ফোন টেলিটকের সার্ভিস চালুর পর এটি বেসরকারি ফোন কোমঙ্ানিগুলোর নিয়ন্পকের ভূমিকা পালন করে আসছে। টেলিটক চালুর পর অন্যান্য বেসরকারি মোবাইল কোমঙ্ানি কলচার্জ গড়ে অর্ধেক কমিয়ে আনে। এতে গ্রাহকদের বছরে প্রায় 3 হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে। সরকারি খাতের কোনো প্রতিষ্ঠান সহজে লাভের মুখ দেখে না।

কিন্তু টেলিটক এক্ষেত্রে ব্যতিত্রক্রম। টেলিটক প্রতিষ্ঠার পর থেকেই এর কর্মকর্তা-কর্মচারীর বেতন ও রক্ষণাবেক্ষণ ব্যয় নিজস্ট্ব আয় থেকেই হচ্ছে। এ পর্যনস্ন টেলিটক প্রায় 50 কোটি টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে। বিটিআরসিকে দিয়েছে 15 কোটি টাকা। এ পর্যনস্ন টেলিটক 5টি প্যাকেজ চালু করেছে।

এর মধ্যে সর্বশেষ আকর্ষণীয় প্যাকেজ হচ্ছে রজনীগল্পব্দা। রজনীগল্পব্দার সুবিধাগুলো হলো_ সর্বনিল্ফম্ন 60 পয়সা থেকে সর্বোচ্চ 2.50 টাকায় কথা বলা যাবে যে কোনো ফোনে। বিদেশী কলের ক্ষেত্রে যোগ হবে আইএসডি/ইআইএসডি চার্জ, এসএমএস 1 টাকা এবং 1 সেকেন্ড পালস। ক্যাশ কার্ডে বিল পরিশোধের সুবিধা। অন্য প্যাকেজগুলো হচ্ছে প্রি-পেইড, পোসদ্ব পেইড, পদ্মা, পিসিও।

টেলিটক তার বিভিল্পম্ন সার্ভিসে প্রতিনিয়ত নানাবিধ পরিবর্তন ও পরিবর্ধন আনছে। গ্রাহকদের আরো উল্পম্নত সেবা প্রদানের লক্ষ্যে 25টি দেশে ইআইএসডি সুবিধা প্রদান করেছে। পাশাপাশি পিসিও প্যাকেজ ও পোসদ্ব পেইড প্যাকেজ ব্যবহারকারীদের যেন আর লাইনে দাঁড়িয়ে বিল প্রদান করতে না হয় সে জন্য 1 হাজার ও 2 হাজার টাকার ক্যাশ কার্ড চালু করেছে। পিসিও প্যাকেজ ও পোসদ্ব পেইড প্যাকেজ ব্যবহারকারীরা সহজেই ক্যাশ কার্ডের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। শুধু তাই নয়, টেলিটক গ্রাহকদের আরো সাশ্রয়ী করার লক্ষ্যে চালু করেছে এফএন্ডএফ সুবিধা, যা 'আপন 2 জন' হিসেবে পরিচিত।

এই এফএন্ডএফের ফলে গ্রাহকরা কম ট্যারিফে যে কোনো দুটি টেলিটক মোবাইল নল্ফ্বরে অথবা যে কোনো একটি টেলিটক মোবাইল নল্ফ্বর ও একটি টিএন্ডটি নল্ফ্বরে কথা বলতে পারবেন। টেলিটকই প্রথম টিএন্ডটি নল্ফ্বরে এফএন্ডএফ সুযোগ দিয়েছে এবং এক্ষেত্রে সর্বনিল্ফম্ন রেট 75 পয়সা। এ ছাড়া গ্রামবাংলার মানুষের জন্য অত্যনস্ন সাশ্রয়ী কলরেট এবং মাত্র 1200 টাকায় নতুন প্যাকেজ 'পদ্মা' চালু হয়েছে। টেলিটকের প্রি-পেইড গ্রাহকদের কার্ডের মেয়াদ নিয়ে আর চিনস্না করতে হবে না_ এখন থেকে টেলিটকের প্রি-পেইড কার্ডের মেয়াদ আজীবন করা হয়েছে। টেলিটকের চাহিদা দিন দিন বাড়ছে।

গ্রাহক চাহিদা বিবেচনায় রেখে টেলিটক সংযোগ আরো সাড়ে 7 লাখ বাড়ানোর পরিকল্কপ্পনা নিয়েছে। তাই আমাদের সঙ্গেই থাকুন, টেলিটকে কথা বলুন। টেলিটক ভবিষ্যতে পুঁজি বাজারে শেয়ার ছাড়বে। এ শেয়ার থেকে সংগৃহীত অর্থ দিয়ে সমঙ্্রসারণ প্রকল্কেপ্প বিনিয়োগ করা হবে। টেলিটক ভিওআইপি লাইসেন্সের জন্যও আবেদন করেছে।

এ লাইসেন্স পেলে বিদেশী কলচার্জ আরো কমানো সল্ফ্ভব হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।