আমাদের কথা খুঁজে নিন

   

হাবিবের 'শোনো' ফুয়াদের 'ভ্যারিয়েশন নং 25'

বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না।

হাবিবের প্রথম একক 'শোনো' প্রতীক্ষার প্রহর বরাবরই বড় বিরক্তিকর হয়, সে সঙ্গে বাড়ে অস্টি্থরতা। হাবিব ভক্তরা বোধহয় এ যন্পনার সীমারেখায় দাড়িয়ে। অনেকদিন ধরেই তারা অপেক্ষায় ছিলেন হাবিবের সলো অ্যালবামের জন্য। আসবে আসবে করেও বাজারে আসেনি অ্যালবামটি।

বিশেষ করে তার গাওয়া 'হূদয়ের কথা' ছবির ভালোবাসবো বাসবো রে গানটি শুনে শ্রোতার চাহিদা যেন বেড়ে গিয়েছিল আরো। হাবিব ভক্তদের অপেক্ষার প্রহর বুঝি শেষ হলো। কারণ, গতকাল, বাজারে এসেছে হাবিবের প্রথম একক অ্যালবাম। শুধু হাবিব ভক্তদের কাছেই নয়, মিডিয়ার অনেকের কাছেই এ অ্যালবামটি ছিল বহুল কাগ্ধিক্ষত। হাবিব তার প্রথম এককের নাম রেখেছেন 'শোনো'।

অ্যালবামটি প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন। অ্যালবামে গানের সংখ্যা 9টি। গানগুলো হচ্ছে_ স্ট্বপেম্নর চেয়েও মধুর, যাদু, মন মনিয়া, এলোমেলো মন, প্রজাপতি, এই সময়, ক্যালেন্ডারের পাতা, পরান পাখি এবং এখনই নামবে বৃষদ্বি। এর মধ্যে 'ক্যালেন্ডারের পাতা' গানটিতে হাবিবের সঙ্গে আরও কণ্ঠ দিয়েছেন তার বাবা শিল্কপ্পী ফেরদৌস ওয়াহিদ। সব ক'টি গানের সুর ও সঙ্গীত হাবিব নিজেই করেছেন।

কথা লিখেছেন শফিক তুহিন, সাকী আহমদ, শুভ এবং সুস্ট্মিতা বিশ্বাস সাথী। প্রথম অ্যালবাম প্রকাশের অনুভূতি জানতে চাইলে হাবিব বলেন, 'মৌলিক কিছু ভালো গান উপহার দেওয়ার অঙ্গীকার করেছিলাম আমি। আমার কাছে শ্রোতার চাওয়া কতটা বেশি তা আমি অনুভব করেছি প্রতিটা মুহহৃর্তে। তাই অ্যালবামের প্রতেটি গান করার আগে অনেক কিছু ভাবতে হয়েছিল। ভালো গান উপহার দেব বলেই হয়তো একটু সময় নিয়ে কাজ করা।

তবে আশা করি গানগুলো শোনার পরে শ্রোতারা অপেক্ষার কষদ্ব ভুলে যাবেন। ' হাবিবের এ অ্যালবামটি প্রকাশ করার স্ট্বত্দ্বাধিকার নিয়ে দেশের কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান জড়িয়ে পড়েছিল নানা রকম বাক-বিত-ায়। হাবিবের সল্ফ্মতি নিয়ে শেষ পর্যনস্ন লেজার ভিশনই অ্যালবামটি প্রকাশ করল। এ প্রসঙ্গে লেজার ভিশনের ব্যবস্ট্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেছেন, 'অনেক বাধা-বিপত্তি পেরিয়ে এ অ্যালবামটি প্রকাশ করেছি। কত রকমের গুজব ছড়ানো হয়েছিল।

সব কিছুর শেষে আমার কাছে যা ভালো লেগেছে তা হলো, দুই বছর আগে দেওয়া এক মৌখিক প্রতিশ্রুতির ভিত্তিতে হাবিব লেজার ভিশনকে তার এ প্রথম একক অ্যালবাম প্রকাশের দায়িত্দ্ব দিয়েছে। ' ফুয়াদের নতুন 'ভ্যারিয়েশন নং 25' 'রি-এভুলেশন' খ্যাত ফুয়াদ তার নতুন অডিও অ্যালবাম 'ভ্যারিয়েশন নং 25' প্রকাশ করেছেন। নেসক্যাফে থ্রি ইন ওয়ানের ক্যাল্ফেঙ্ইন সং 'চলো সবাই'সহ এই অ্যালবামে ফুয়াদের কল্ফেঙ্াজিশনে মোট 12টি গান স্ট্থান পেয়েছে। ফুয়াদের কল্ফেঙ্াজিশনে এই অ্যালবামে গান গেয়েছেন বাপ্টপ্পা মজুমদার, পুনম, অনিলা, রাজীব ও ফুয়াদ, শানস্ন, লাবণী, বিশপ, টোনি এবং উপল। প্রযোজনা প্রতিষ্ঠান আরশী সহৃত্রে জানানো হয়, 'ফুয়াদ আগামী বছরের শুরুর দিকে আমেরিকা থেকে দেশে ফিরে এই অ্যালবাম নিয়ে একটি রোড শোতে অংশ নেবেন।

' নেসক্যাফে কফির থ্রি ইন ওয়ান প্যাকের সঙ্গে অ্যালবামটি পাওয়া যাচ্ছে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.