আমাদের কথা খুঁজে নিন

   

ড. ইউনুস এবং তার মাইক্রো ক্রেডিট টীম (গ্রামীন ব্যাংক) এর যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার

যে ঘড়ি তৈয়ার করে - সে - লুকায় ঘড়ির ভিতরে

গত রাতেও নোবেল শান্তি পুরস্কারের ফেভারিট ক্যান্ডিটেটের লিস্টে ড. ইউনুসের নাম চোখে পড়ে নি। এইমাত্র ফোন পেলাম তিনি শান্তি পুরস্কার পেয়েছেন। দারুন খবর। তাকে নোবেল দেওয়ার পেছনে কারন উল্লেখ করে নোবেল কমিটি থেকে জানানো হয়: "Every single individual on earth has both the potential and the right to live a decent life. Across cultures and civilizations, Yunus and Grameen Bank have shown that even the poorest of the poor can work to bring about their own development"। আশার কথা হলো ড. ইউনুসের সাফল্যজনক মাইক্রোক্রেডিট মডেলটি কেবল বাংলাদেশেই সীমাবদ্ধ নয়। এটা প্রয়োগ করা হচ্ছে এবং হয়েছে লাতিন আমেরিকার গ্রাম থেকে আরম্ভ করে আাফ্রিকার দরিদ্র পল্লীতেও। বাংলাদেশীদের গর্বিত করার সুযোগ দেওয়ার জন্য ড. মুহাম্মদ ইউনুস ও তার গ্রামীন ব্যাংককে অভিনন্দন। অভিনন্দন সব বাংলাদেশীকে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।