আমাদের কথা খুঁজে নিন

   

বেসরকারী টিভিকে টেরিস্ট্রিয়াল সুবিধা দেয়া হবে না

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের সেই বাংলাদেশকে খুঁজছি..............

আজকে প্রথমআলো পত্রিকা খুলেই যেটা চোখে পড়লো ু মন্ত্রীসভার সিদ্ধান্ত - ু বেসরকারী টিভিকে টেরিস্ট্রিয়াল সুবিধা দেওয়া হবেনা ু সংবাদের কিছু অংশ এখানে তুলে দিলাম - ু কোন বেসরকারী টেলিভিশন চ্যানেলকে টেরিস্ট্রিয়াল সম্প্রচার সুবিধা দেয়া হবেনা এ সুবিধা শুধু সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশ টেলিভিশনের জন্য সংরক্ষিত খাকবে । বিএনপি - জামায়াত জোট সরকার বর্তমান মেয়াদে মন্ত্রিসভার নিয়মিত শেষসভায় গতকাল সোমবার তথ্য মন্তনালয়ে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন করা হয়েছে । ু বাহ! কি দারুন মানে হচ্ছে তুমি বিটিভির বিণ্ঠা (অনুণ্ঠান) খাইবানা মানে !! তোমার বাপেও খাইবো ু । এমন পরিস্থিতি । আজকে আমরা এনটিভি , আর.টিভি ,চ্যানেল ওয়ান এবং অন্যান্য বেসরকারী চ্যানেল গুলোতে যে ভিন্নধারা বা পরিবর্তন দেখতে পাচ্ছি তার জন্ম / সূচনা একুশে টিভি থেকে ।

আজ সেই একুশে টিভির কথাতো সবাই জানেন । এটা তো হওয়ারই ছিল । কারন স্যাটেলাইট / ক্যাবল বাদে দেশের সকল মানুষের কাছে বার্তা পৌছানো যায় সেই মাধ্যমে । সরকার চায় সাধারন ( স্যাটেলাইট চ্যানেল দেখতে সক্ষম নয় ) জনগন তাই শুনবে জানবে যেটা সরকার শোনাতে চায় । এইতো কিছুদিন আগেও একুশে টিভির সেই বিল্ডংটার একদম উপরে ব্যানার দেখলাম যেখানে জনগন কে এর জন্য প্রতিবাদ করতে বলা হয়েছে ।

আর আমরাই বা কি করলাম দেশের মানুষ যদি প্রতিবাদ করতো তা হলে একুশে এভাবে হারিয়ে যেত না । করিনি ই বা কেন ? হয়তো বিটিভির বিণ্ঠা খেতে খেতে আমাদের অভ্যাস হয়ে গেছে । জনগনের চাহিদার কাছে বিটিভি / সরকার কিছূই না । এখনো কি সময় আছে প্রতিবাদ করার ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.